বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

দাদু আর নাতি

প্রকাশিত: ২৩:০৬, ২৯ নভেম্বর ২০২৪ | ১৫

ও দাদুভাই, তুমি কেন এত্তো এত্তো বোকা...

নাকি আবার জেনে-বুঝেই যাচ্ছ দিয়ে ধোঁকা!

সারাটা দিন ঘরেই থাকো বের হও না মাঠে

কিন্তু আমার বাইরে ঘুরেই সকাল-বিকাল কাটে!

 
কপালজুড়ে দুই দুখানা চোখ যদি বা থাকে...

তার পরও ক্যান চশমাখানা ঝুলিয়ে রাখো নাকে!

দুই চোখে কি যায় না দেখা চশমাটা নাও তুলে

কিন্তু আমি চশমা ছাড়াই সব দেখি চোখ খুলে!

 
চলার জন্য পা রয়েছে আমার মতোই দুটি...

তার পরও ক্যান পায়ের সঙ্গে রাখছ চিকন খুঁটি!

দুই পায়ে কি যায় না হাঁটা তা-ও হাতে নাও লাঠি

কিন্তু আমি দুই পা দিয়েই লাফাই এবং হাঁটি!
 

ও দাদুভাই, তুমি বাড়ির কর্তা বলেই জানি...

তাই বলে কি এত্তো সুযোগ ক্যামনে বলো মানি!

বলল দাদু শুকনো হেসে, শোন রে বোকা নাতি

বুড়ো হলেই বুঝবি এসব কী করে হয় সাথি!

Mahfuzur Rahman

Publisher & Editor