নিবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হবু প্রশাসনের সদস্যরা বোমা হামলার হুমকি পাওয়ার পর এবার একই হুমকিতে পড়েছেন দেশটির অন্তত পাঁচজন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা।
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট থেকে নির্বাচিত কয়েকজন জনপ্রতিনিধি জানিয়েছেন, পাঁচজন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতার বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
থ্যাঙ্কসগিভিং ডে-তে পৃথক বিবৃতিতে এই হুমকির কথা জানান কানেকটিকাট থেকে নির্বাচিত মার্কিন প্রতিনিধি জিম হাইমস, জাহানা হেইস, জন লারসন এবং জো কোর্টনি।
জিম হাইমস বলেন, এই দেশে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আশা করি, আমরা সবাই ছুটির মৌসুমটি শান্তিপূর্ণভাবে কাটাতে পারবো।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে পুলিশ জাহানা হেইসকে জানায়, তার বাড়ির ডাকবাক্সে পাইপ বোমা রাখা হয়েছে- ইমেইলে এমন দাবি করা হয়েছ। তবে পরে কোনো বোমা পাওয়া যায়নি।
পুলিশ এনিয়ে এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে। অন্যদিকে গণমাধ্যম জানিয়েছে, মার্কিন সিনেটর ক্রিস মারফিও একই ধরনের হুমকি পেয়েছেন।
Publisher & Editor