বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

এবার ‘গোল্ডেন বয়’ জয়ে রেকর্ড ইয়ামালের

প্রকাশিত: ২২:৫৯, ২৭ নভেম্বর ২০২৪ | ১৫

লামিনে ইয়ামাল যা কিছু করবেন, যা কিছু পাবেন—তার সবই যেন রেকর্ড আর ইতিহাস। এরই মধ্যে মাঠের খেলায় আর পুরস্কার-অর্জনে বেশ কয়েকটি কীর্তিতে নাম লেখানো বার্সেলোনার কিশোর-তারকা এবার গড়লেন আরেকটি রেকর্ড। সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন ইয়ামাল।

‘গোল্ডেন বয়’ পুরস্কারটি ২১ বছরের কমবয়সীদের জন্য হলেও এর আগে ইয়ামালের মতো ১৭ বছর চার মাস বয়সে আর কেউই পাননি। জুরিদের দেওয়া ভোটে মোট পয়েন্ট ছিল ৫০০, এর মধ্যে ৪৮৮-ই পেয়েছেন ইয়ামাল।

‘গোল্ডেন বয়’ পুরস্কারটি দিয়ে থাকে ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম টাট্টোস্পোর্ট। এতে ভোট দিয়ে থাকেন ইউরোপের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধি। এর মধ্যে অন্যতম জার্মানির বিল্ড, স্পেনের মার্কা ও মুন্দো দেপোর্তিভো, ইংল্যান্ডের দ্য টাইমস, ফ্রান্সের লেকিপ, পর্তুগালের এ বোলা, সুইজারল্যান্ডের ব্লিক।

পুরস্কারজয়ী নির্বাচনে প্রত্যেক জুটি পাঁচজন খেলোয়াড়কে ভোট দেন। এর মধ্যে এক নম্বর ভোট পাওয়া খেলোয়াড় ১০ পয়েন্ট, দুই নম্বর ভোট পাওয়া খেলোয়াড় ৭ পয়েন্ট, এবং তৃতীয়জন ৫, চতুর্থজন ৩ ও পঞ্চমজন ১ পয়েন্ট পেয়ে থাকেন। এবারের জয়ীর নাম ঘোষণা করে টাট্টোস্পোর্টস জানিয়েছে, ইউরোপের ৫০টি সংবাদমাধ্যমের প্রতিনিধি ভোট দিয়েছেন। প্রত্যেকের ১ নম্বর খেলোয়াড় ১০ পয়েন্ট করে পান বিধায় মোট পয়েন্ট ছিল ৫০০। বেশির ভাগ জুরি ইয়ামালকে শীর্ষে রাখায় ৪৮৮ পয়েন্ট নিয়ে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন ইয়ামাল।

এ বছর পুরস্কারটি জয়ে ইয়ামালের প্রতিদ্বন্দ্বী ছিলেন আলেহান্দ্রো গারনাচো, পাউ কুবারসি, কোবি মাইনু, স্যাবিনিও, এনদ্রিক, আর্দা গুলেররা। ইয়ামাল ‘গোল্ডেন বল’ বার্সেলোনা ও স্পেনের চতুর্থ খেলোয়াড়। বার্সার প্রথম খেলোয়াড় হিসেবে গোল্ডেন বয় জিতেছিলেন লিওনেল মেসি (২০০৫)। আর স্পেনের প্রথম খেলোয়াড় সেস্ক ফ্যাব্রেগাস (২০০৬)।

বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা ইয়ামাল ২০২৪ সালে স্পেনের হয়ে জিতেছেন ইউরো, হাতে তোলেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও। আর বার্সেলোনার জার্সিতে সবচেয়ে কম বয়সে লা লিগায় গোল, কম বয়সে এল ক্লাসিকো ও চ্যাম্পিয়নস লিগে অভিষেকের মতো রেকর্ডও গড়েন। চোটের কারণে মাঠের বাইরে চলে যাওয়ার আগে চলতি মৌসুমে ১৬ ম্যাচ খেলে করেন ৬ গোল।

‘গোল্ডেন বয়’ পুরস্কারের আগে অনূর্ধ্ব-২১ বয়সী সেরা খেলোয়াড়ের আরেক পুরস্কার কোপা ট্রফিও জেতেন ইয়ামাল।

Mahfuzur Rahman

Publisher & Editor