বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় করা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, শাজাহান খান, হাসানুল হক ইনুসহ আটজনকে ৪১ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এসব মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মো. শরিফুর রহমান ও মো. ইমরান আহমেদ পৃথক এই আদেশ দেন।
রিমান্ডে নেওয়া অন্যরা হলেন– সাবেক মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক এমপি হাজী সেলিম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
আদালতের কর্মীরা জানিয়েছেন, শাহবাগ ও বাড্ডা থানার দুটি মামলায় আনিসুলকে আট দিনের এবং যাত্রাবাড়ী থানার মামলায় শাজাহানকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ধানমন্ডি থানার মামলায় ইনুকে পাঁচ দিনের এবং মোহাম্মদপুর থানার মামলায় সাধন চন্দ্রকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। চকবাজার থানার মামলায় হাজী সেলিমকে পাঁচ দিনের এবং সাবেক আইজিপি মামুনকে ধানমন্ডি ও বংশাল থানায় হওয়া দুটি মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। নিউমার্কেট থানার মামলায় জিয়াউল আহসানকে পাঁচ দিনের এবং চকবাজার থানার মামলায় সৈকতকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
এদিন সকালে সাবেক মন্ত্রী, এমপি, মেয়র, আইজিপিসহ গত আওয়ামী লীগ সরকারের শীর্ষস্থানীয় ৪৯ জনকে কারাগার থেকে একসঙ্গে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। তাদের বিভিন্ন থানায় দায়ের হওয়া ১৪৪টি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। আদালতে হাজির করা অভিযুক্তদের মধ্যে ছিলেন– সাবেক মন্ত্রী আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ড. আব্দুর রাজ্জাক, টিপু মুনশি, ফারুক খান, সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, সাবেক স্পিকার শামসুল হক টুকু ও সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক এমপি সৈয়দ সায়েদুল হক সুমন, সাদেক খান, কাজী জাফরউল্লাহ ও আব্দুস সোবহান গোলাপ, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। আইনশৃঙ্খলা ও সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে ছিলেন– সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল- মামুন, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া, ঢাকা জেলার সাবেক এএসপি আব্দুল্লাহ হিল কাফী, বহিষ্কৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান ও এনএসআইর সাবেক পরিচালক মনিরুল ইসলাম। এ ছাড়া ছিলেন সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবির প্রমুখ।
একই দিন উত্তরা পশ্চিম থানার ট্রাক ড্রাইভার আলমগীর হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ড. আবদুস শহীদকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত। ঢাকা মহানগর হাকিম শরীফুর রহমান গতকাল বুধবার এ আদেশ দেন।
শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২৪ জনের নাম উল্লেখ করে গুমের মামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি আরও ৩০ জন। দুই দফায় গুম হওয়ার অভিযোগ তুলে গতকাল রাজধানীর শাহজাহানপুর থানায় মামলাটি করেন ভুক্তভোগী সৈয়দ হাসান মাহমুদ।
সাবেক এমপি লতিফ, সাংবাদিক শেখ জামাল রিমান্ডে
চট্টগ্রাম ব্যুরো জানায়, নগরীর ডবলমুরিং থানায় দায়ের করা মো. আলম হত্যা মামলায় চট্টগ্রাম-১১ আসনের সাবেক এমপি এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
একই দিন যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শেখ মুহম্মদ জামাল হোসাইনকে দু’দিনের রিমান্ডে পাঠান আদালত।
পাবনা অফিস জানায়, সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক এমপি শামসুল হক টুকু, তাঁর ছেলে বেড়া পৌরসভার সাবেক মেয়র আসিফ শামস রঞ্জন, ভাই সাবেক মেয়র আব্দুল বাতেনসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। গত বুধবার দ্রুত বিচার আইনে পাবনা আমলি আদালত-১-এ এই মামলা হয়।
সাউথ বাংলা ব্যাংকের সাবেক পরিচালক মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এসিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মুহাম্মাদ মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।
Publisher & Editor