সোমবার, ২৪ মার্চ ২০২৫

বীর মুক্তিযোদ্ধা ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. খন্দকার মনসুরের ইন্তেকাল

প্রকাশিত: ০০:৫৭, ২৫ জুলাই ২০২৪ | ১৫৩

বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. খন্দকার মনসুর আর নেই।   জুলই শনিবার মেরিল্যান্ডের জন হপকিন্স জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন এই বর্ষিয়ান মুক্তিযোদ্ধা (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।  তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ ফেডারেল কর্মচারী ড. মনসুর দীর্ঘদিন যাবত ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।

ড. মনসুর ১৯৪৮ সালের জুলাই মাসে মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অংকশাস্ত্রে অনার্স ও পাকিস্তানের ইসলামাবাদের কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় মাস্টার্স পাশ করেন।  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম নিয়োগপ্রাপ্ত শিক্ষক খন্দকার মনসুর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধের পর তিনি শিক্ষকতা পেশায় ফিরে যান। তিনি ১৯৫৩ সালে পিএইচডি করতে আমেরিকায় আসেন। তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করে সেখানকার লং আইল্যান্ডের স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে একজন ফ্যাকাল্টি মেম্বর হিসেবে যোগদান করেন। ড. মনসুর ১৯৯০ এর শুরুর দিকে যুক্তরাষ্ট্রের সেনসাস ব্যুরোতে যোগদান করে ২০১৫ সালে অবসর গ্রহণ করেন। ওয়াশিংটন ডিসি মেট্রো আওয়ামী লীগের প্রাক্তন প্রেসিডেন্ট ড. মনসুর যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং চার নাতি-নাতনি রেখে গেছেন।

Mahfuzur Rahman

Publisher & Editor