সিরাপ বড়ই তেতো, যায় না গেলা বড়ি
দুষ্টু ছেলে নিয়ে আমি কী যে এখন করি!
গায়ে যখন জ্বরটা ওঠে প্রবল
চিকিৎসকে বড়ি লেখে ডবল।
কিন্তু বড়ি ধরি-মরি সে খাবে না মোটে
জ্বর তাতিয়ে ওঠে।
সিরাপ দিলে ছেলের পিলে
তেতোতে যায় ভরে
ফেলবে বমি করে।
ছেলে নিয়ে বাবা-মায়ের
চিন্তা কি আর কম
ছেলেপেলে বোঝে না একদম।
বড়ি খেলে গলা জ্বলে
সিরাপ লাগে তেতো
তাই খাবে না সে তো।
অনেক রকম কায়দা করে
পথ্য-ওষুধ খাওয়াই
বলি না তা দাওয়াই।
জ্বর সারলে ছেলে যখন হাসে আবার ফিক
ভরে ওঠে বাবা-মায়ের মনেরই চারদিক।
Publisher & Editor