মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

আইএসআইএল যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৭ তুর্কি পুলিশ আহত

প্রকাশিত: ০২:৫২, ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৪

কথিত আইএসআইএল (আইএসআইএস) যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের সময় গুলিবিনিময়ের সময় সাতজন তুর্কি পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের এই খবর জানানো হয়েছে। 

সম্প্রচারক টিআরটি হ্যাবার জানিয়েছে, গতকাল রবিবার ইস্তাম্বুলের দক্ষিণে অবস্থিত ইয়ালোভা প্রদেশের এলমালিক গ্রামের একটি বাড়িতে পুলিশ অভিযান চালালে গুলি বিনিময় হয়। তবে কর্মকর্তারা গুরুতর আহত হননি।
 
এ ঘটনায় সন্দেহভাজন কেউ আহত বা গ্রেপ্তার হয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। নিকটবর্তী বুরসা প্রদেশের বিশেষ বাহিনী এই অভিযানে যোগ দিয়েছে। তারা এলাকায় চলমান নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। স্থানীয়দের এবং যানবাহনকে লক্ষ্যবস্তু করা বাড়ির আশেপাশের এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি।
 
গত বৃহস্পতিবার তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ১২৪টি স্থানে অভিযান চালিয়ে ১১৫ জন আইএসআইএল সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, পুলিশ গোয়েন্দা তথ্য পেয়েছে যে, ছুটির সময়কালে বিশেষ করে, তুরস্কে অমুসলিমদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও এই মাসের শুরুতে প্রতিবেশী মধ্য এবং উত্তর-পূর্ব সিরিয়ায় আইএসআইএলের বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে। তারা ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

সিরিয়ার পালমিরায় এক হামলায় দুই মার্কিন সেনা এবং একজন দোভাষী নিহত হওয়ার এক সপ্তাহ পর এই হামলা চালানো হয়েছে।
তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৯ সালে ইরাক ও সিরিয়ার নিয়ন্ত্রণাধীন কিছু অংশে আইএসআইএল পরাজিত হওয়ার পর কিছু আইএসআইএল কর্মী দেশটিতে স্থানান্তরিত হয়। মার্চ মাসে পূর্ববর্তী অভিযানের ফলে দুই সপ্তাহের মধ্যে ৪৭টি প্রদেশে প্রায় ৩০০ সন্দেহভাজন আইএসআইএল সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। তুরস্কের রাষ্ট্রপতির দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে কর্তৃপক্ষ ১৯ হাজারের বেশি লোককে এই গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করেছে। সূত্র : আলজাজিরা।

Mahfuzur Rahman

Publisher & Editor