সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

শীতে দামি শ্যাম্পু ছাড়াই দূর হবে খুশকির সমস্যা, জানুন উপায়

প্রকাশিত: ০২:১৮, ২৫ ডিসেম্বর ২০২৫ | ১৪

শীত এলে খুশকি নিয়ে অস্বস্তি যেন ক্রমশই বেড়ে যায়। এই সমস্যা দূর করতেই বাজারচলতি বেশ কিছু শ্যাম্পু ব্যবহার করেন ভুক্তভোগীরা। তাতে সাময়িক সমাধান হলেও খুশকির সমস্যা কিছুতেই দূর হতে চায় না।

গাঢ় রঙের পোশাকের ওপর খুশকি পড়লে সবার সামনে খানিকটা বিড়ম্বনায় পড়তে হয়।

তাই শীতের সময় কিভাবে খুশকির সমস্যা থেকে রেহাই পাবেন, তারই খোঁজ দিলেন কেশসজ্জাশিল্পী জাভেদ হাবিব।
খুশকির সমস্যা এড়াতে মাথার ত্বক ভালোভাবে পরিষ্কার রাখা দরকার। তাই নিয়ম করে শ্যাম্পু করার পরামর্শ দিলেন এই কেশসজ্জাশিল্পী। নিয়মিত শ্যাম্পু করলেও সপ্তাহে এক দিন বিশেষ নিয়ম মানতে হবে।

জাভেদের মতে, সপ্তাহে এক দিন শ্যাম্পুর সঙ্গে ভিনেগার মিশিয়ে ব্যবহার করলে খুশকিল সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
 
নারকেল তেল আর কর্পূরের মিশ্রণ মাথায় লাগালেও খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এই দুই উপাদানের মিশ্রণে মাথার ত্বকে বাড়তি ময়েশ্চারাইজার জোগাতে সাহায্য করে। অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকায় এই তেল খুশকি দূর করতেও কার্যকর।

একই সঙ্গে প্রদাহনাশক উপাদান থাকায়, তেল মাখলে মাথার ত্বক আরাম পাবে। মাথা চুলকানোর সমস্যাও কমবে।

Mahfuzur Rahman

Publisher & Editor