বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

মিরপুরে নান্নুদের হেসেখেলে হারালেন আশরাফুলরা

প্রকাশিত: ০৫:১৭, ১৬ ডিসেম্বর ২০২৫ |

প্রতি বছর মহান বিজয় দিবস উপলক্ষে প্রদর্শনীমূলক ম্যাচ খেলে থাকেন দেশের সাবেক ক্রিকেটাররা। এবারের ম্যাচে আজ (মঙ্গলবার) শহীদ জুয়েল একাদশকে ৩৮ রানে হারিয়েছে শহীদ মুশতাক একাদশ। ম্যাচে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ আশরাফুলের দল মুশতাক একাদশ সংগ্রহ করে ১৩৮ রান। জবাবে মিনহাজুল আবেদীন নান্নুর জুয়েল একাদশ করতে পারে ১০০ রান। 

মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুশতাক একাদশ। দলের হয়ে সর্বোচ্চ ২৬ বলে ৪৬ রান করেন নাদিফ চৌধুরী। এছাড়া ২৭ বলে ৪২ রানের ক্যামিও খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন তুষার ইমরান।

জুয়েল একাদশের হয়ে ৩ উইকেট শিকার করেন আবদুর রাজ্জাক। একটি করে উইকেট নিয়েছেন আনোয়ার হোসাইন এবং তারেক আজিজ খান।

জবাব দিতে নেমে জুয়েল একাদশের জাভেদ ওমর বেলিম ফেরেন ৮ বলে ৩ রান করে। আরেক ওপেনার শাহরিয়ার নাফীস টিকে ছিলেন এক প্রান্ত ধরে।

পরে নাফীস ৩৩ বলে ৩৬ রান করে সাজঘরে ফিরে যান। শেষ দিকে মিনহাজুল আবেদীন নান্নু ৮ বলে ২ রান করে টিকে ছিলেন। এছাড়া ১৯ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন তালহা জুবায়ের। ৪ উইকেট হারিয়ে ১০০ রানে থামে জুয়েল একাদশ। মুশতাক একাদশ পায় ৩৮ রানের বড় জয়। 

মুশতাক একাদশের হয়ে ১টি করে উইকেট নেন মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল ও তুষার ইমরান।

Mahfuzur Rahman

Publisher & Editor