বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

২০২৫ সালে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্জন কী, জানালেন কিম

প্রকাশিত: ০১:৫০, ১৩ ডিসেম্বর ২০২৫ | ১০

২০২৫ সালে উত্তর কোরিয়া একটি বড় সাফল্য অর্জন করেছে বলে মনে করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন; আর সেই সাফল্যটি হলো— দেশের বাইরে উত্তর কোরীয় সেনাদের পাঠাতে পারা।

গতকাল শুক্রবার এক প্রতিবেদনে উত্তর কোরিয়ার সরকারি সংবাদসংস্থা কেসিএনএ জানিয়েছে, চলতি সপ্তাহে উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো কমিটির বৈঠকে বক্তব্য দেন কিম। সেখানে তিনি বলেন, “গত বছর থেকে চলতি ২০২৫ সালের পুরোটা জুড়েই আমাদের অনেক সেনা দেশের বাইরে উত্তর কোরীয় সেনাবাহিনীর বীরত্ব ও পেশাদারিত্বের প্রদর্শন করেছে। এটা আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে সহায়তা করতে ২০২৪ এবং ২০২৫ সালে ইউক্রেনে সেনা পাঠিয়েছিলেন কিম। পলিটব্যুরো বৈঠকে সে ব্যাপারেই বলেছেন তিনি।  

এর আগে অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিলেন কিম জং উন। সেই চুক্তির আওতায়তেই সেনা ও গোলাবারুদ দিয়ে রুশ বাহিনীকে সহায়তা করেছে উত্তর কোরিয়া।

সূত্র : রয়টার্স

Mahfuzur Rahman

Publisher & Editor