শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

খেলা শুরুর আগেই লাল কার্ড, ফুটবলে অদ্ভুত ঘটনা

প্রকাশিত: ০৬:৫৪, ০৫ ডিসেম্বর ২০২৫ |

তখনও খেলা শুরু হতে কিছু সময় বাকি। দুই দলের খেলোয়াড়রাও মাঠে নামেননি। মাঠে ঢোকার টানেলেই লাল কার্ড দেখলেন ফুটবলার! ভারতের প্রথম সারির ফুটবল প্রতিযোগিতায় এমন ঘটনাই ঘটল।

গতকাল (বৃহস্পতিবার) সুপার কাপ সেমিফাইনালে এফসি গোয়ার ম্যাচ ছিল মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। খেলা শুরুর আগে টানেলে দাঁড়িয়েই লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয় এফসি গোয়ার অধিনায়ক ইকার গুয়্যারোক্সেনাকে। 

খেলা শুরুর আগে দুই দল যখন টানেলে দাঁড়িয়েছিল, তখনই দেখা যায় রেফারির সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছেন গুয়্যারোক্সেনা। তখনই রেফারি আচমকাই স্প্যানিশ মিডফিল্ডারকে লাল কার্ড দেখিয়ে টানেল ছেড়ে বেরিয়ে যেতে বলেন!

জানা গেছে, গোটা ঘটনার জন্য দায়ী গুয়্যারোক্সেনার অন্তর্বাস। তার রং নাকি নিয়মবহির্ভূত ছিল। জার্সির নিচে যে টি-শার্টটি পরেছিলেন, সেটি বিপক্ষ দলের জার্সির মতো। রেফারি তাকে তা বদলে নিতে বলেন। এই নির্দেশ মানতে চাননি গুয়্যারোক্সেনা। এরপরই তার সঙ্গে রেফারির বিতণ্ডা শুরু হয়। সরাসরি লাল কার্ড দেখানো হয় গুয়্যারোক্সেনাকে।

 এফসি গোয়ার অধিনায়ক ইকার গুয়্যারোক্সেনা।
গোয়ার কোচ মানোলো মার্কেজ ম্যাচ শেষে বলেন, তিনি রেফারির সিদ্ধান্তে অবাক। বলেন, ‘ভেবেছিলাম ব্যাপারটা ওখানেই মিটে যাবে। মাঠে ঢোকার পর জানলাম, গুয়্যারোক্সেনাকে লাল কার্ড দেখানো হয়েছে! ওকে ফাইনালে পাবো না।’ এক ফুটবলার বলছিলেন, তিনি এরকম ঘটনা জীবনে দেখেননি।

তবে সেমিফাইনালে গোয়াকে ১০ জনে খেলতে হয়নি। নিয়ম অনুযায়ী, খেলা শুরুর আগে কেউ লাল কার্ড দেখলে বদলি হিসেবে অন্য ফুটবলারকে নামানো যায়। গুয়্যারোক্সেনার জায়গায় নামেন স্প্যানিশ ফরওয়ার্ড জেভিয়ের সিভেরিও।

শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে গোয়া। আগামী রোববার তাদের খেলতে হবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গল ৩-১ ব্যবধানে হারিয়েছে পাঞ্জাবকে।

Mahfuzur Rahman

Publisher & Editor