নিউইয়র্কে ’জ্যাকসন হাইটস এলাকাবাসী’ নিয়ে গানের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। কথাসাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহমেদ’র লেখা গান ও সুর সংযোজনে রচিত ’জ্যাকসন হাইটস এলাকাবাসী’ গানের প্রিমিয়ার সম্প্রতি অনুষ্ঠিত হয় নভেম্বর জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে।
প্রিমিয়ারের উদ্বোধন করেন জ্যাকসন হাইটস এলাকাবাসী সংগঠনের সভাপতি সাকিল মিয়া। অনুষ্ঠানের আয়োজন করেন রিদওয়ান হক এবং আকবর হায়দার কিরন। এ সময় আরো উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক হুমায়ুন কবীর ঢালী, জাহিদ শরীফ, আনোয়ার উদ্দীন, নোমান, হামজা সহ আরো অনেকে। গানটিতে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বর্তমান সময়ের কিছু চিত্র ও চরিত্র গানের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন গানের রচয়িতা কথাসাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহমেদ।
Publisher & Editor