নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউএসএ ইনকের নবনির্বাচিত কমিটির অভিষেক। গত ২৪ নভেম্বর সোমবার ব্রঙ্কসে বাংলাবাজারের গোল্ডেন প্যালেস মিলনায়তনে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশীর উপস্থিতিতে এই অভিষেক অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুস শহীদ। যৌথভাবে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জামাল হোসেন এবং যুগ্ম সম্পাদক রেজা আব্দুল্লাহ। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সোহান আহমেদ টুটুল, প্রধান সমন্বয়কারী শেখ শফিকুর রহমান এবং সদস্য সচিব কাজী রবিউজ্জামান পুরো আয়োজনের দায়িত্ব পালন করেন।
কর্মসূচিতে ছিল দোয়া-মোনাজাত, শপথ বাক্য পাঠ, সম্মাননা ক্রেস্ট প্রদান, সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজন। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটর্নি মঈন চৌধুরী। নিউইয়র্ক স্টেট সিনেটর ন্যাথালিয়া ফার্নান্দেজসহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন। তাদের মধ্যে ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট সিরাজউদ্দিন আহমদ সোহাগ, শামীম আহমদ, মাহবুবুল আলম, রোকন হাকিম, সিপিএ জাকির চৌধুরী, তোফায়েল চৌধুরী, সাইদুর রহমান লিংকন, ফরিদা ইয়াছমিন, বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, হাসান আলী, আব্দুল মুহিত, সাব্বির আহমদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মো. জালাল চৌধুরী। বাংলাদেশের ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত বাজানোর পর শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান এটর্নি মঈন চৌধুরী।
নবনির্বাচিত কমিটিতে রয়েছেন সভাপতি আব্দুস শহীদ, সিনিয়র সহ সভাপতি জামাল হোসেন, সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, সোহান আহমদ টুটুল ও রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক রেজা আব্দুল্লাহ, সহ সম্পাদক শরীফ হোসেন, কোষাধ্যক্ষ আল মামুন সরকার, সাংগঠনিক সম্পাদক মো. সাদিকুর রহমান, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, সাহিত্য সম্পাদক রূপচান মিয়া, শিক্ষা সম্পাদক বেলাল হোসেন, আন্তর্জাতিক সম্পাদক গোলাম রব্বানী, ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম, মহিলা সম্পাদিকা কামরুন্নাহার রিতা এবং সদস্য অধ্যক্ষ সানাউল্লাহ, খবির উদ্দিন ভূইয়া, কাজী রবিউজ্জামান, কলি চৌধুরী, হুমায়ুন কবীর ও সালাহ উদ্দীন।
অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন ক্লোজআপ তারকা শিল্পী নীলিমা শশী এবং জনপ্রিয় শিল্পী শারমিন তানিয়া। শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকরা দারুণভাবে উপভোগ করেন।
Publisher & Editor