নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিষ্ট্রিক্ট ৩৬ নির্বাচনে সিটির নব নির্বাচিত মেয়র জোহরান মামদানির শূন্য আসনে লড়বেন ৩ নারী মেরি জোবায়দা, রানা আবদেল হামিদ ও ডায়ানা। তারা জোহরান মামদানির অনুসারি। ডেমোক্র্যাটিক সোশালিস্ট। তারা মেয়র নির্বাচনে মামদানির জন্য কাজ করেছেন। মেরি ও রানা মুসলিম। মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ায় ১ জানুয়ারি ২০২৬ তার শপথ গ্রহণের দিন থেকে স্টেট এই অ্যাসেম্বলি আসনটি শূণ্য হবে।
প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছেন প্রবাসী বাংলাদেশি মেরি জোবায়দা, মিশরীয় বংশোদভুত রানা আবদেল হামিদ ও ইকুয়েডর থেকে ইমিগ্রান্ট ডায়ানা মোরেনো। বাংলাদেশি মেরি ইতোমধ্যেই প্রার্থিতা ঘোষণা করেছেন। নির্বাচনী প্রচারণার পাশাপাশি তহবিলও সংগ্রহ করছেন। তিনি বাংলা পত্রিকা ও টাইম টিভি’র সিইও আবু তাহেরের সহধর্মিণী। নিউইয়র্ক ইউনিভার্সিটির গ্রাজুয়েট মেরি টাইম টিভির অন্যতম পরিচালক। দীর্ঘদিন ধরে মূলধারার রাজনীতির সাথে জড়িত। অধিকাংশ প্রবাসী বাংলাদেশি মেরির পাশে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
রানা আবদেল হামিদ অ্যাস্টোরিয়ার একজন মুসলিম কমিউনিটি সংগঠক এবং নারীদের আত্মরক্ষামূলক সংগঠন মালিকাহের প্রতিষ্ঠাতা। ৩২ বছর বয়স্ক রানা আবেদেল আগে ২০২২ সালে কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রানা আবদেল হামিদ একজন মিশরীয় বংশোদ্ভুত মুসলিম আমেরিকান। তিনি কুইন্সে জন্মগ্রহণ করেছেন। পড়াশোনা করেছেন যুক্তরার্ষ্টের বিখ্যাত হার্ভাড ইউসিভার্সিটিতে। তিনি আমেরিকার ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টদের নিউ ইয়র্ক সিটি শাখারও একজন সদস্য। রানা আবদেল হামিদ গত সপ্তাহে প্রার্থীতা সংক্রান্ত একটি আবেদন ফাইল করেছেন নিউইয়র্ক স্টেট নির্বাচন কমিশনে। রানা একজন উওম্যান অ্যাক্টিভিস্ট এবং ‘হিজাব অফ নিউইয়র্ক’ ও ‘ওম্যান ইনিশিয়েটিভ’ এর প্রতিষ্ঠাতা। এছাড়া রানা কাজ করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনে।
ডায়ানা মোরেনো কুইন্স ডিএসএ-এর সাবেক সহ-সভাপতি। ডায়না পরিবারের সাথে ইকুয়েডর থেকে ১১ বছর বয়সে আমেরিকায় আগমন করেন। সিটি অ্যান্ড স্টেট পূর্বে রিপোর্ট করেছে যে, সোসালিস্ট নেতারা ইতিমধ্যেই কুইন্স ডিএসএ-এর সাবেক সহ-সভাপতি ডায়ানা মোরেনোকে এই আসনের জন্য প্রার্থী করার জন্য নিয়োগ করেছেন।
Publisher & Editor