মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

হঠাৎ বাঁকে

প্রকাশিত: ১১:১৩, ২৮ অক্টোবর ২০২৫ | ৩২

মেঘ তুমি বৃষ্টি হয়ে ঝরবে বাঁকে,

আমি পথ ভুলব তোমার দেখায়।

আমি থমকে যাব তোমার ছোঁয়ায়

কেউ ভিজবে তখন নদীর তটে

তুমি ভিজিয়ে দেবে ফোঁটায় ফোঁটায়

আমি মাখব তোমায় অনেক মায়ায়।

কেউ দৌড়ে যাবে পাশের মাঠে,

আকাশ ঝিলিক দিয়ে উঠবে হেসে

সবাই দৌড়ে ভয়ে ভয়ে, আপন ঘরে।
 

তখনো ভিজব আমি আপন মনে,

মনে রেখা টানবে বাড়ি ফেরার।


আকাশ থাকবে তখন অভিমানে

মনে উঠবে তখন হঠাৎ জোয়ার

আমি ফিসফিসিয়ে বলব তাকে,

আবার দেখা হবে তোমার সনে।

Mahfuzur Rahman

Publisher & Editor