শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

মিছেই ভূতের ভয়

প্রকাশিত: ১২:৪৬, ০৮ অক্টোবর ২০২৫ | ২৮

যতই ডাকুক হুতুম পেঁচা

ভুতুম-ভূত

আসলে নেই কোথ্থাও ভাই

সত্যি ভূত।

সন্ধ্যা হলে পাড়াগাঁয়ের

বাগান ঝোপে

শেয়ালগুলো খুঁজতে থাকে

মুরগি খোপে।
 

শেয়াল ছোটার শব্দ এবং

অন্ধকারে

সাপ চলে যায় সপ্ সপাসপ্

—ভয়টা বাড়ে।

গাছের পাতা নড়লে ভাবো

কিসের ছায়া?

কালো ছায়ায় ভূত-পেত্নীর

জাদুর মায়া!
 

বাগানবাড়ির পুকুরে মাছ

যেই মারে লাফ

চমকে ওঠো—ওই বুঝি ভূত!

ও বাপরে বাপ!

আসলে ভূত বলতে কোথাও

কিছুই তো নেই 

ভূতের বাসা মনেই শুধু—

সত্যটা এই।

ভূত ভাবলেই মন থেকে ভূত

আসবে তেড়ে

আজ থেকে ভাই ভূতের ভয়টা

দাও না ছেড়ে।

Mahfuzur Rahman

Publisher & Editor