অক্টোবর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ম্যাচ দুটিতে তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকো। যার জন্য গত ৩ অক্টোবর আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলেন। এর পরই দুঃসংবাদ পেয়েছে আলবিসেলেস্তেরা। আসন্ন দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন তরুণ ফরোয়ার্ড থিয়াগো আলমাদা।
গতকাল রাতে লা লিগার ম্যাচে সেল্টা ভিগোর মুখোমুখি হয়েছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। এই ম্যাচে খেলতে পারেননি আলমাদা। এই আর্জেন্টাইন তারকার ইনজুরি নিয়ে অ্যাতলেটিকোর কোচ দিয়েগো সিমিওনে জানান, ‘সে এখনও প্রতিদ্বন্দ্বিতা করার মতো ফিট হয়নি।’ এর আগে মাংসপেশীর চোটে পড়েছিলেন আলমাদা। আর্জেন্টিনার হাতেও সময় বেশি নেই। ফ্লোরিডার মায়ামি গার্ডেনে আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৩ অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে তারা পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে।
সিমিওনের বরাত দিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, ‘ভালোভাবেই অনুশীলন করছেন আলমাদা। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার সময়ই তিনি ইনজুরিতে পড়েন। সবমিলিয়ে সময়টা ২০ দিনের বেশি (চোটে পড়েন সেপ্টেম্বরের শুরুতে) হয়ে গেছে। ভালোভাবে চোট পুনর্বাসনও হয়েছে তার। এরপর শুক্রবার প্রথমবার তিনি অনুশীলন সেশনও করেন, পরবর্তী সেশনেরও অংশ ছিলেন তিনি। তবে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার মতো আলমাদা এখনও উপযুক্ত নন।’
আলমাদার ছিটকে পড়ার কথা বলা হলেও, এখনও তার বিকল্প হিসেবে আর্জেন্টিনা দলে কাউকে ডাকা হয়নি বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। এর আগে জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ৫ সেপ্টেম্বর খেলেছিলেন ২৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। যদিও তাকে আক্রমণভাগেও খেলতে দেখা যায়। চোটের কারণে আলমাদাকে এখন পর্যন্ত ৭ ম্যাচে পায়নি অ্যাতলেটিকো। তিনি চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল ও এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট এবং লা লিগায় ভিয়ারিয়াল, মায়োর্কা, রায়ো ভায়েকানো, রিয়াল মাদ্রিদ ও সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ মিস করেছেন।
অক্টোবর উইন্ডো শেষে লা লিগার ম্যাচে ১৯ অক্টোবর ওসাসুনার বিপক্ষে লড়বে অ্যাতলেটিকো। সেই ম্যাচেই আলমাদাকে পুরোপুরি ফিট হিসেবে পাওয়ার আশা করছেন কোচ সিমিওনে, ‘আমরা তার দিকে নজর রাখছি। আশা করছি যত দ্রুত সম্ভব পুরো ফিট হয়ে হয়ে ওঠে আমাদের সঙ্গে ওসাসুনা ম্যাচের আগে যোগ দেবে। আমার ভাবনা ওই সময়ে সে পুরো সেরে উঠবে।’ এর আগে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো থেকে এবারের দলবদল উইন্ডোতে ২১ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেন আলমাদা।
প্রসঙ্গত, আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার ঘোষিত স্কোয়াডে আছেন লিওনেল মেসিও। অবশ্য ভেনেজুয়েলার বিপক্ষে মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো দি পলের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ, এর পরদিন মেজর লিগ সকারে (এমএলএস) ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ আছে মায়ামির। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার আনিবাল মোরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দো। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
Publisher & Editor