বৃষ্টি পড়ে গমগমাগম বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে
গাছের পাতায়
খুকির ছাতায়
টিনের চালে,
বৃষ্টি পড়ে
ডোবার জলে
হিজলতলে
বিলে-খালে।
বৃষ্টি পড়ে টুপটুপাটুপ বৃষ্টি পড়ে,
বৃষ্টি পড়ে দুপদুপাদুপ বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে
শহর জুড়ে
কাছে-দূরে
সাঁঝ-সকালে,
বৃষ্টি পড়ে
ঘাটের খেয়ায়
কদম-কেয়ায়
গাছের ডালে।
বৃষ্টি পড়ে ঝপঝপাঝপ বৃষ্টি পড়ে,
বৃষ্টি পড়ে দপদপাদপ বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে
পদ্মপাতায়
ব্যাঙের ছাতায়
তালে তালে,
বৃষ্টি পড়ে
বনের মাথায়
মনকে মাতায়
মন বাড়ালে।
বৃষ্টি পড়ে রিমঝিমিঝিম ইলশেগুঁড়ি,
বৃষ্টি পড়ে টিমটিমাটিম বৃষ্টিবুড়ি।
Publisher & Editor