জাতীয় দলের হয়ে আর কতদিন দেখা যাবে রোহিত শর্মাকে, এই প্রশ্ন শোনা যাচ্ছে বেশ অনেকদিন ধরেই। এবার এই বিষয়ে একটি সিদ্ধান্তে আসতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর তাই রোহিতের বিশেষ পরীক্ষা নেবে তারা। ফিটনেস পরীক্ষার জন্য এরই মধ্যে সেন্টার অফ এক্সিলেন্সে ভারতের ওয়ানডে অধিনায়ককে ডাকা হয়েছে।
বিসিসিআই জানিয়েছে, ফিটনেস পরীক্ষা দিয়েই রোহিত শর্মাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হবে। আগামী ১৩ সেপ্টেম্বর ব্যাঙ্গালুরুতে সেন্টার অফ এক্সিলেন্সে রোহিতকে হাজিরা দিতে হবে। সেদিনই তার ফিটনেস পরীক্ষা নেওয়া হতে পারে। আর এই পরীক্ষার ফল অনুযায়ী সিদ্ধান্ত নেবে বিসিসিআই। ফলে বলা যায় পরীক্ষার ওপরই নির্ভর করছে রোহিতের ভবিষ্যৎ।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, রোহিতকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। তিনি বলেন, ‘হ্যাঁ, ১৩ সেপ্টেম্বর রোহিতকে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে ফিটনেস পরীক্ষা দেওয়ার জন্য ডাকা হয়েছে। ওকে দু’-তিন দিন থাকতে হবে। অস্ট্রেলিয়া সফরের আগে ব্যাঙ্গালুরুতে প্রয়োজনীয় প্রস্তুতিও সারতে পারবে রোহিত।’
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ভারতের। এই সফর দিয়েই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন রোহিত এবং বিরাট কোহলি। গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর কেউ আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তাই দলের অভিজ্ঞ ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সতর্ক বোর্ড।
গুঞ্জন আছে, রোহিত শর্মাকে ব্রঙ্কো টেস্ট দিতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর নতুন এই ফিটনেস পরীক্ষা শুরু করিয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। ফলে রোহিতকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। সেই পরীক্ষার রিপোর্টের উপর নির্ভর করতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে তার ভবিষ্যৎ।
Publisher & Editor