শনিবার, ৩০ আগস্ট ২০২৫

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হাসপাতালে

প্রকাশিত: ১২:৫৬, ২৫ আগস্ট ২০২৫ | ২২

কারাগারে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। পরে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

সোমবার বেলা পৌনে ১২টার দিকে তাকে কেরানীগঞ্জ কারাগার থেকে রাজধানীর শাহবাগে এ হাসপাতালে নেওয়ার তথ্য দেন জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আকতার।

তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক অসুস্থতা বোধ করায় চিকিৎসকের পরামর্শে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন গণমাধ্যমকে বলেন, ‘তাকে (খায়রুল হক) নিয়ে আসা হয়েছে। আমাদের কার্ডিয়াক ইউনিটের সিসিইউতে আছেন। চিকিৎসকরা ওনাকে দেখছেন।’

সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান খায়রুল হক গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার হওয়ার দিন থেকে কেরানীগঞ্জ কারাগারে আটক রয়েছেন।

জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠান আদালত।

Mahfuzur Rahman

Publisher & Editor