প্রশ্ন: আমার বয়স ১৮ বছর। আমার শরীরজুড়ে কাটা ও অ্যালার্জির অনেক দাগ আছে। বিশেষ করে মুখ, হাত ও পায়ের দাগগুলো কালো হয়ে গেছে। আমি কি এই দাগ সারাতে পারব? কী ব্যবহার করে এই দাগ কমাব জানালে উপকার হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ: কাটা ও অ্যালার্জির দাগ অনেক রকমের হতে পারে। এগুলো সামনাসামনি দেখে চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করতে হবে। আপনি আরেকটু বিস্তারিত জানালে ভালো হতো। এত কম তথ্যে সঠিক কারণ ও ধরন নির্ণয় করা কঠিন।
আপনার দাগ হাইপারট্রপিক অথবা কিলয়েড হলে তার জন্য সুনির্দিষ্ট চিকিৎসাপদ্ধতি রয়েছে। আবার কাটা দাগের ধরন গর্তের মতো (অ্যাট্রোফিক স্কারস) হলে চিকিৎসাপদ্ধতিও আলাদা হবে।
অ্যালার্জিজনিত দাগের ধরনও কয়েক রকম হতে পারে। তার মধ্যে অন্যতম একটি হলো পোস্টইনফ্ল্যামেটরি হাইপারপিগমেন্টেশন। মানে হলো ত্বকের কোনো প্রদাহ সেরে যাওয়ার পর সেখানে থেকে যাওয়া গাঢ় দাগ।
তবে সেটিও ত্বকের কোন পরতে রয়েছে, তা নির্ণয় করার পর কখনো ক্রিম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়, আবার কখনো লেজারের সাহায্য চিকিৎসা দেওয়া হয়।
এমনিতে ত্বকে ময়েশ্চারাইজার এবং বায়ো অয়েল ব্যবহার করলে হয়তো কিছুটা উপকার পাবেন। তবে একজন ডার্মাটোলজিস্ট বা চর্মরোগবিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন না হলে আপনি সমস্যার সম্পূর্ণ পরিত্রাণ পাবেন না।
ত্বক আমাদের শরীরের অত্যন্ত সংবেদনশীল অংশ। তাই অবহেলা না করে দ্রুত একজন চর্মরোগবিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করে সরাসরি পরামর্শ গ্রহণ করুন।
Publisher & Editor