রিমঝিমাঝিম এলো নেমে
আষাঢ় মাসের ঢল,
বৃষ্টিতে আজ ভিজব সবে
আয়রে ছুটে চল।
আকাশজুড়ে বাদল ধারায়
শিউলি-ছাওয়া প্রাণ,
আষাঢ় এলে মেঘেরা গায়
ধীরে ধীরে গান।
কাদামাখা পথে ভিজে
হাসে সবুজ ঘাস,
পুকুর-ডোবার ডাকা ব্যাঙের
চলবে বসবাস।
যতই নামুক বাদল ধারা,
ভাসাক যতই বুক,
তবু তাতে ভিজলে পরে
মনে লাগে সুখ।
Publisher & Editor