বাবা রোজ ভোরে ঘুম থেকে ওঠেন। হাতমুখ ধুয়ে বাবার সঙ্গে আমিও প্রতিদিন ব্যায়াম করতে যাই। তিনি সকাল ৯টায় অফিসে চলে যান। দুপুর ২টায় বাসায় খেতে আসেন।
দুপুরের খাবার শেষ করে আবার অফিসে যান। অফিস থেকে ফিরে আমাকে পড়তে বসান। ছুটির দিনে আমাদের বাইরে ঘুরতে নিয়ে যান বাবা। মজার মজার খাবার খাওয়ান।
শুক্রবার আমি ও বাবা মিলে বাজার করতে যাই। রাতে বাবা আমাকে সুন্দর সুন্দর গল্প শোনান। শীতকালে আমাদের বাসায় নানা ধরনের পিঠা বানানো হয়। পাটিসাপটা বাবার খুব ভালো লাগে।
অবসর সময়ে আমরা পরিবারের সবাই মিলে সিনেমা দেখি। গরমের ছুটিতে আমরা গ্রামের বাড়িতে ঘুরতে যাই। বাবার সঙ্গে পুরো গ্রাম ঘুরি। পহেলা বৈশাখে আমার আর বাবার জন্মদিন একসঙ্গে পালন করা হয়। জন্মদিনে বাবা উপহার কিনে দেন।
দুর্গাপূজায় বাবা আমাকে নতুন জামা কিনে দেন। বাবা আর আমি—দুজন মিলে অষ্টমীর অঞ্জলি দিই। বাবাকে খুব ভালোবাসি। আমি চাই, বাবা আমাকে আরো সময় দিক, আমার সঙ্গে খেলাধুলা করুক, সিনেমা দেখুক।
Publisher & Editor