৯০ দশকের শুরুর দিকে মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসানের বন্ধুত্বের শুরু। সেই থেকে আজ অবধি তাদের বন্ধুত্বে কোনোরকম ফাটল ধরেনি। দীর্ঘদিনের পথচলায় তারা একসঙ্গে অনেক নাটকেও অভিনয় করেছেন। তাঁদের অভিনীত বহু নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে।
বিশেষ করে শামীমের নির্মিত অধিকাংশ নাটকেও দেখা মেলে তিন বন্ধুর। আবারও তাঁরা একসঙ্গে আসছেন পর্দায়।
এবারের ধারাবাহিক নাটক ‘শাদি মোবারক’। আহাম্মেদ শাহাবুদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করছেন শামীম।
গত বছরের নভেম্বরে হয়েছে এর শুটিং। এবার প্রচারের পালা। ৩ আগস্ট থেকে মাছরাঙা টিভিতে দেখা যাবে নাটকটি।
এ নাটকের গল্পে অবশ্য বন্ধু নয়, তিন ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ, শামীম ও হাসান।
বড় ভাইয়ের বিয়ে না হওয়ায় আটকে থাকে মেজো ও ছোট ভাইয়ের বিয়ে। এ নিয়ে যত বিপত্তি আর হাসির কাণ্ড। এতে আরো অভিনয় করেছেন মিম চৌধুরী, রোবেনা রেজা জুঁই, জয়রাজ প্রমুখ।
Publisher & Editor