মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

শিহাব শাহীনের নির্মাণে একঝাঁক তারকা

প্রকাশিত: ১২:২৬, ০৭ জুলাই ২০২৫ |

প্রায় দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটক নির্মাণ করেছেন শিহাব শাহীন। নির্মাণ মুনশিয়ানায় কুড়িয়েছেন প্রশংসা, সেই সঙ্গে তুমুল জনপ্রিয়তা। নাটকের পর ওয়েব, এরপর সিনেমা নির্মাণ করেও নিজের জাত চিনিয়েছেন সব্যসাচী এই নির্মাতা। 

নাটক, ওয়েব, সিনেমা নির্মাণ করলেও কখনোই বিজ্ঞাপন নির্দেশনা দেননি তিনি।

এবার প্রথমবারের মতো বিজ্ঞাপন নির্মাণ করতে যাচ্ছেন শিহাব শাহীন। আর সেই বিজ্ঞাপনগুলোতে থাকছেন একঝাঁক জনপ্রিয় তারকা।
জানা গেছে, দেশের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রসারের ক্ষেত্রে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস উদ্ভাবিত ‘সুখী’ অ্যাপের ছয়টি বিজ্ঞাপন নির্মাণ করবেন শিহাব শাহীন। বিজ্ঞাপনগুলোতে দেখা যাবে জনপ্রিয় তারকা রাফিয়াথ রশিদ মিথিলা, চিত্রনায়ক ইমন, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি, অভিনেতা ইরফান সাজ্জাদ, অভিনেতা নাসির উদ্দিন আহমেদ, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও সামিয়া অথৈকে।

শিহাব শাহীন কালের কণ্ঠকে বলেন, ‘এত লম্বা সময়ের ক্যারিয়ারে আমার কখনো বিজ্ঞাপন বানানো হয়নি। প্রস্তাব ছিল অনেক কিন্তু সামহাউ করা হয়নি। এবারই প্রথম বিজ্ঞাপন নির্মাণ করতে যাচ্ছি। হোপফুলি, ভালো কিছুই হবে।

জানা গেছে, আগামী সপ্তাহ থেকে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনগুলোর চিত্রায়ণ শুরু হবে। 

এদিকে গেল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’ সিনেমা, যা দর্শক মহলে দারুণ সাড়া ফেলে। এই সিনেমার মধ্য দিয়ে প্রায় ১০ বছর পর সিনেমা নির্মাণে ফেরেন। চলতি বছরের সেপ্টেম্বরে তার পরিচালনায় ‘গোলাম মামুন ২’ শুরু হওয়ার কথা রয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor