মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতা নিয়ে যা বললেন ইমন

প্রকাশিত: ১২:২০, ০৭ জুলাই ২০২৫ | ১০

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। যে ম্যাচে ব্যাট হাতে দলের হয়ে বড় অবদান রাখেন পারভেজ হোসেন ইমন। শেষ ওয়ানডের আগে জানালেন সিরিজ জয়ের বিষয়ে নিজেদের আত্মবিশ্বাসের কথা।

শেষ ম্যাচ জিতলে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতবে টাইগাররা। তৃতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে ইমনের কাছে জানতে চাইলে তিনি উল্টো প্রশ্ন করেন, ‘(ইতিহাস গড়ার সুযোগ) ইতিহাস কেন? (শ্রীলঙ্কার সাথে সিরিজ) জিতি নাই আমরা? (এই মাঠে, শ্রীলঙ্কার ঘরের মাঠে) আচ্ছা আচ্ছা।’

সিরিজ জয়ের বড় সুযোগ দেখছেন ইমন। তিনি বলেন, ‘কালকে আমাদের জন্য একটা বড় সুযোগ। কালকে ম্যাচ জিতলে ভালো একটা সিরিজ জেতা হবে। সবার মধ্যে আত্মবিশ্বাস আসবে আবারও। শেষ ম্যাচ জেতার পর অইটা বিল্ড করছে। সবাই হাসিখুশি আছে। ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব কালকের ম্যাচ জেতার। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

টপ অর্ডারে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের জুটি ভালো শুরু এনে দিচ্ছে। এ প্রসঙ্গে ইমন বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো হচ্ছে। এটা ধারাবাহিকতা থাকতে হবে। বড় ম্যাচে এই ধারাবাহিকতা থাকলে আমাদের জন্য ভালো হবে।’

Mahfuzur Rahman

Publisher & Editor