শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মুশফিক-মাহমুদউল্লাহ’র ব্যাটিং পজিশনে যাদের খেলাতে চান মিরাজ

প্রকাশিত: ০১:১০, ০২ জুলাই ২০২৫ | ১৪

চলতি জুলাই মাসেই বাংলাদেশ দলের ওয়ানডে ফরম্যাটের নতুন অধিনায়ক হয়েছেন মেহেদী হাসান মিরাজ। দায়িত্ব গ্রহণের পর তার অধীনে আজ (বুধবার) প্রথমবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তারা শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

টাইগার ক্রিকেটের বহুল আলোচিত পঞ্চপাণ্ডবদের ছাড়া সম্পূর্ণ নতুন নেতৃত্বে শুরু হচ্ছে বাংলাদেশের ওয়ানডে যাত্রা। সে হিসেবে ফরম্যাটটির অধিনায়ক মিরাজ এটি তরুণদের জন্য দারুণ এক সুযোগ বলে মনে করছেন। কলম্বোয় সিরিজ শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন টাইগার অধিনায়ক।

মিরাজ বলেন, ‘নিঃসন্দেহে আমরা সিনিয়রদের মিস করব। তারা অনেকদিন দেশের হয়ে খেলেছেন। তবে যেহেতু তারা অবসর নিয়েছেন, এটাও মেনে নিতে হবে। তবে এখন যারা দলে এসেছে, তাদের জন্য এটা ভালো সুযোগ। ভালো করলে সামনে স্থায়ী হতে পারবে। আমি মনে করি, দল হিসেবে আমরা ভালো করব।’

মুশফিক ও মাহমুদউল্লাহ’র জায়গায় কারা সুযোগ পাবেন– এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমরা পরিকল্পনা করছি কারা তাদের জায়গায় মানিয়ে নিতে পারে। এই ধরনের রদবদল এক-দুই সিরিজে হয়ে যাবে না। সময় দিতে হবে। একসঙ্গে এত সিনিয়র খেলোয়াড় সরে যাওয়াটা দলের জন্য একটু কঠিন। তবে আমরা চেষ্টা করছি ওই জায়গাগুলোতে উন্নতি আনতে।’

মিরাজ আরও বলেন, ‘এর আগেও বলেছি, আমরা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এসেছি, ওডিআই খেলিনি এবং দুইটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু ফাঁকা হয়ে গেছে। তারা অবসর নিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল দলের জন্য। আমরা চেষ্টা করব ওই জায়গাটা যেন অভিজ্ঞ খেলোয়াড় নিতে পারি। অধিনায়ক হিসেবে আমার মনে হয় দুইটা জায়গার মধ্যে একটিতে নিজে ব্যাটিং করতে পারি। আরেক জায়গায় হয়তো খেলাতে পারি লিটন দাসকে। কারণ সেখান থেকেই কিন্তু খেলাটাকে বানাতে (বড় স্কোরের দিকে এগিয়ে নিতে) হয়।’

আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই দল গোছাতে চায় বাংলাদেশ। মিরাজের ভাষ্য, ‘বিশ্বকাপের জন্য অনেক সময় হাতে আছে। কিছু নতুন খেলোয়াড় এসেছে, যারা নিজেদের জায়গা তৈরি করতে পারে। আমরা পরিকল্পনা করছি কীভাবে এই সময়ের মধ্যে দলটাকে প্রস্তুত করা যায়।’

Mahfuzur Rahman

Publisher & Editor