মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

শেষ টেস্ট খেলতে শান্ত-লিটনরা এখন কলোম্বোতে

প্রকাশিত: ০৬:০৭, ২২ জুন ২০২৫ | ১৫

গল টেস্টের ফলাফল নির্ধারিত হয়েছে গতকালই। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের ফল যায়নি কারো পক্ষেই। ৪০৪ ওভারের লম্বা ক্রিকেটীয় লড়াই শেষে ড্র-এর জন্য হাত মিলিয়েছে দুই পক্ষ। 

প্রথম টেস্টের ভেন্যু ত্যাগ করে বাংলাদেশ দল এখন শেষ টেস্টের ভেন্যুতে পৌঁছেছে। আজ রোববার কলোম্বোতে গিয়ে পৌঁছায় বাংলাদেশ দল। 

দলের সঙ্গে সকল ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা সেখানেই পৌছেছেন। কলোম্বো পৌছে অবশ্য ক্রিকেটাররা আজ ফুরফুরে মেজাজে রয়েছেন। ব্যক্তিগত উদ্যেগে ঘুরে ফিরে দেখছেন ক্রিকেটাররা। কয়েকজন ক্রিকেটারের সঙ্গে রয়েছেন পরিবারের সদস্যরাও। 

আজকের ছুটি কাটিয়ে আগামীকাল থেকে মাঠের অনুশীলনে নামার কথা রয়েছে বাংলাদেশ দলের। আগামী দুইদিন অনুশীলন শেষে আগামী ২৫ জুন সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে দুই দল। শেষ টেস্টে দলে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে।

কলম্বো টেস্ট নিয়ে গতকাল শান্ত বলেন, ‘অবশ্যই এই ম্যাচ অবশ্যই আত্মবিশ্বাস দিবে। (মেহেদী হাসান) মিরাজ সুস্থ আছে পুরোপুরি। আশা করি পরের ম্যাচে খেলতে পারবে। কন্ডিশন ভিন্ন হবে। ওই মাঠে খেলার অভিজ্ঞতা খুব কম প্লেয়ারেরই আছে। মুশফিক (মুশফিকুর রহিম) ভাইয়ের সম্ভবত ১ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। এছাড়া আর কেউ খেলেনি। কন্ডিশনে বুঝে টিম কম্বিনেশন হবে। ব্যাটিং অইখানে যাওয়ার পর বুঝতে পারব। এই ম্যাচ অবশ্যই দলকে আত্মবিশ্বাস দেবে।’

Mahfuzur Rahman

Publisher & Editor