মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

‘সায়রা আলি’ চরিত্রে জয়ার ঝড়

প্রকাশিত: ০৩:০৭, ২১ জুন ২০২৫ | ২৩

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়, সৌন্দর্য কিংবা ফ্যাশন সেন্স নিয়ে যে তিনি অনন্য, তার তুলনা তিনি নিজেই। এটি বারবার প্রমাণ করেছেন অভিনেত্রী। গত ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন জয়া আহসান। 

শুধু বাংলাদেশই নয়, কলকাতার বাংলাতেও সমান জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে সেখানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘ডিয়ার মা’। এ সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। 

এদিকে  ঢালিউড কি শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা 'তাণ্ডব' সিনেমায় ‘সায়রা আলি’ নামে এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন জয়া, যা নিয়ে দর্শকদের মাঝে চলছে বেশ আলোচনা-সমালোচনা। ‘সায়রা আলি’ লুকে ফটোশুটের বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন জয়া আহসান। গতকাল শুক্রবার (২০ জুন) দুপুরে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে নেন অভিনেত্রী। 

‘তাণ্ডব’ সিনেমার গল্পে জয়া আহসানের চরিত্রটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবির গল্পে, সন্ত্রাসী হামলার ঘটনায় জিম্মি দশা থেকে মুক্তির জন্য যে চারজনকে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়, তাদের একজন ছিলেন সায়রা আলি। 

এতে দেখা যায়, কখনো স্লিভলেস টপ আবার কখনো ওপেন জ্যাকেট; সঙ্গে আইডি কার্ড ঝোলানো সেই পর্দার সায়রা আলি। এককথায় অভিনয়ের পাশাপাশি জয়ার এই লুকও চমকে দিয়েছে দর্শকদের। 

অভিনেত্রীর বয়স ৫০ পেরিয়ে গেলেও অন্যান্য নায়িকার তুলনায় সাফল্যের আলো ছড়াচ্ছেন জয়া। আর তা যেন বোঝা গেল সায়রা আলিকে দেখেই। যারা এই সিনেমায় জয়াকে দেখেননি, তারা নতুন করে জয়াকে এভাবে দেখে একরকম চমকেই যাবেন! 

জয়ার সেই পোস্টের ঘরে নানা মন্তব্য করতে দেখা যায় তার ভক্ত-অনুরাগীদের। এক নেটিজেন লিখেছেন— ৫২ বছর বয়সেও এমন লুক, অবিশ্বাস্য! আরেক নেটিজেন লিখেছেন— দিন দিন জয়ার বয়স কমছে, যেন ২৪ বছরের তরুণী। তবে অধিকাংশই তার সাহসী লুক ও ফিটনেসের প্রশংসা করেছেন।

Mahfuzur Rahman

Publisher & Editor