মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

কোচের বয়স ২৯!

প্রকাশিত: ০৩:০০, ২১ জুন ২০২৫ | ১৫

ফ্লুমিনেন্সের ব্রাজিলীয় গোলকিপার ফাবিও ৪৪ বছর বয়সে খেলছেন এবারের ফিফা ক্লাব বিশ্বকাপে। তিনি ইতালির ক্লাব পার্মাতে খেললে অভূতপূর্ব এক কাণ্ড ঘটত। বয়সে ১৫ বছরের ছোট গুরুর কোচিংয়ে খেলতে হতো তাকে!

পার্মার নতুন কোচ কার্লোস কুয়েস্তার বয়স মাত্র ২৯ বছর। সেরি-এ লিগের ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ প্রধান কোচ। বর্তমানে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে সবচেয়ে কম বয়সি কোচ এই স্প্যানিশ।

শুক্রবার পার্মার দায়িত্ব নেওয়ার আগে পাঁচ বছর আর্সেনালের সহকারী কোচ ছিলেন কুয়েস্তা। তার আগে জুভেন্টাস যুবদলের কোচ ছিলেন তিনি।

আতলেতিকো মাদ্রিদের বয়সভিত্তিক দলে মাত্র ১৪ বছর বয়সে কোচিং ক্যারিয়ার শুরু করা কুয়েস্তা ৩০ ছোঁয়ার আগেই তরুণ কোচদের আইকন হয়ে উঠেছেন।

Mahfuzur Rahman

Publisher & Editor