মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

সুযোগের অপেক্ষায় সাইফউদ্দিন

প্রকাশিত: ০২:৫৭, ২১ জুন ২০২৫ | ১০

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সাদা বলের দুই ফরম্যাটের সিরিজের জন্য প্রস্তুতি নিতে শুক্রবার চট্টগ্রামে গেছে বাংলাদেশ দল।

বন্দরনগরীতে ২৩ ও ২৫ জুন দুটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন জানালেন, সুযোগের অপেক্ষায় আছেন তিনি।

ক্যাম্পে ২২ জন ক্রিকেটার রয়েছেন। মিরপুরে স্ট্রেন্থ ও কন্ডিশনিং ক্যাম্প হয়েছে। চট্টগ্রামে প্রস্তুতি এবং নিজের ফেরার লক্ষ্য নিয়ে কাল মিরপুরে সাইফউদ্দিন বলেন, ‘আমরা কঠোর পরিশ্রম করেছি। সবাই আত্মবিশ্বাসী।’ 

সাইফউদ্দিন সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালে। গত বছর খেলেছেন সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। 

২৮ বছর বয়সি এই পেস অলরাউন্ডার বলেন, ‘কিছুদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগে ১৪টি ম্যাচ খেলেছি। পুরোপুরি ফিট ছিলাম। এখন পারফর্ম করতে হবে। সুযোগের অপেক্ষায় আছি। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’

শ্রীলংকার বিপক্ষে তিনটি ওয়ানডে ২, ৫ ও ৮ জুলাই। ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

Mahfuzur Rahman

Publisher & Editor