সামাজিক মাধ্যমে বেশ সরব বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ারা আগে প্রায়ই কিছু না কিছু পোস্ট করেন অভিনেতা। ব্যক্তিজীবনের ভাবনা-কথা তুলে ধরেন তিনি। আর তার সেসব পোস্ট দেখার জন্য মুখিয়েও থাকেন তার ভক্তরা।
এক্স হ্যান্ডেলে অমিতাভের রয়েছে ৪৯ মিলিয়ন ভক্ত। তাদের জন্য এবার রাত জেগে পোস্ট করেছিলেন অমিতাভ। কিন্তু এক নেটিজেনের রোষানলে পড়েন বর্ষীয়ান এই অভিনেতা; শুনতে হয় বয়স নিয়ে কটাক্ষ।
অমিতাভকে রাত জাগতে দেখে এক নেটিজেন মন্তব্য করেন, ‘শাহেনশাহ রাত জেগে কী করছেন? ঘুমোতে যান, বুড়ো হয়েছেন আপনি।’ আর তাতে চুপ থাকেননি অমিতাভ। পাল্টা জবাবে লেখেন, ‘চিন্তা করো না, ঈশ্বর চাইলে একদিন তোমারও বয়স হবে বাছা।’
যদিও পোস্টটি করে সঙ্গে সঙ্গে মুছে দেন। তবে ততক্ষণে তার সেই উত্তরের স্ক্রিনশট হয়ে ছড়িয়ে পড়েছে। ৮২ বছর বয়স হয়েছে অমিতাভের। এই বয়সেও ক্লান্তি নেই অভিনেতার; সিনেমার শুটিং করছেন। পরিচালকেরাই জানিয়েছেন, একেবারে নির্দিষ্ট কল টাইমে পৌঁছে যান সেটে। আর ছুটির দিনে অনুরাগীদের দর্শন দেন।
Publisher & Editor