সিএন প্রতিবেদন: ভয়াবহ ৯/১১ সন্ত্রাসী হামলার পর ক্ষতিগ্রস্ত উদ্ধারকর্মী ও বেঁচে যাওয়াদের জন্য গঠিত স্বাস্থ্যসেবা কর্মসূচি আজও চরম সংকটে। ট্রাম্প প্রশাসনের সময় করা বাজেট কাটছাঁট ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা এখনো কার্যকর হয়নি, ফলে হাজার হাজার ভুক্তভোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হেলথ প্রোগ্রামের পরিচালক ড. জন হাওয়ার্ডকে পদে ফিরিয়ে আনার কথা ঘোষণা করেছিল ট্রাম্প সরকারের স্বাস্থ্য ও মানবসেবা সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র। কিন্তু এখন পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে পুনর্বহাল হননি, যা কার্যক্রমে বড় ধরনের অচলাবস্থা সৃষ্টি করেছে।
সিনেটর চাক শুমার কড়া ভাষায় সমালোচনা করে বলেন, “ওরা সমস্যা তৈরি করে এখন নাটক করছে। আমরা চাই, ড. হাওয়ার্ডকে এখনই ফিরিয়ে আনা হোক। তিনি দায়িত্বে না থাকলে সেবা কার্যকর হয় না।” এদিকে কর্মসূচির বহু কর্মী এখনও চাকরিতে ফিরতে পারেননি। যাদের ফিরিয়ে নেওয়া হয়েছে, তাদের অনেকেই পরে আবার অব্যাহতির চিঠি পেয়েছেন।
এফডিএনওয়াইয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড. ডেভিড প্রেজান্ট জানান, “এটা যেন এক ধোঁকাবাজির খেলা। কিছু লোককে চাকরি থেকে বাদ দিয়ে আবার ফিরিয়ে আনা হচ্ছে, কিন্তু অধিকাংশই এখনও অনিশ্চয়তায়।”
একই সুরে কথা বলেন ৯/১১ অ্যাডভোকেসি গ্রুপ ‘সিটিজেনস ফর দ্য এক্সটেনশন অফ দ্য জেমস জাড্রোগা অ্যাক্ট’-এর পরিচালক বেন চেভাত। তাঁর ভাষায়, “ওরা বারবার ভুল স্বীকার করছে, কিন্তু সেগুলো ঠিক করছে না। ভুক্তভোগীরা পরিষেবা পাচ্ছেন না—এটাই বাস্তবতা।”
চিকিৎসা জটিলতা এতটাই প্রকট হয়েছে যে এই সপ্তাহেই ক্যানসারে আক্রান্ত তিনজন এফডিএনওয়াই সদস্য সময়মতো চিকিৎসা অনুমোদন পাননি। এক জরুরি স্বাস্থ্যকর্মী, যার প্যানক্রিয়াটিক ক্যানসার ধরা পড়েছে, তাকেও জানানো হয়েছে—চিকিৎসা শুরুর কোনো সময়সীমা দেওয়া সম্ভব নয়।
বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনীয় মাঝ ও উচ্চপর্যায়ের কর্মকর্তা না থাকায় প্রতি মাসে যে শত শত নতুন মানুষ কর্মসূচিতে নাম লেখাতেন, সেই প্রক্রিয়াও এখন স্থবির। অথচ এই নিবন্ধনই রোগ নির্ণয় ও বিনামূল্যে চিকিৎসার প্রাথমিক ধাপ।
এর মধ্যেই হোয়াইট হাউস দাবি করছে, সেবার মান ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু অভ্যন্তরীণ ইমেইল ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা সে দাবিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এই মুহূর্তে প্রায় ১ লাখ ৩৭ হাজার মানুষ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হেলথ প্রোগ্রামের ওপর নির্ভরশীল। তাদের মধ্যে অন্তত ৮৩ হাজার জনের শরীরে ইতোমধ্যে ৯/১১-সংশ্লিষ্ট রোগ শনাক্ত হয়েছে।
Publisher & Editor