বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

নিউজার্সীতে বিএনপি নেতা ছুফি চৌধুরী সংবর্ধিত

প্রকাশিত: ০২:১২, ২৩ এপ্রিল ২০২৫ | ১৬

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফেঞ্চুগন্জ উপজেলা সভাপতি ওহিদুজ্জান ছুফি চৌধুরীকে নিউজার্সিবাসীর পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে। ছুফি চৌধুরী সম্প্রতি ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র এলে ১৯শে এপ্রিল নিউজার্সির পেটারসন সিটিস্থ স্টার রেষ্টেরেন্টে এই সংবর্ধনা জানানো হয়। উসমানী নগর উপজেলাস্থ উসমানপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আনকার মিয়ার সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্রদল নেতা লূৎফুর হোসেন আজাদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আহবাব চৌধুরী খোকন, পেটারসন সিটির ওয়ার্ড কাউন্সিলম্যান শাহীন খালিক, কাউন্সিলম্যান আবুল হোসেন সুরমান, নিউজার্সী বিএনপির সাধারণ সম্পাদক বাচ্চু পাঠান, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, যুগ্ম আহবায়ক এজিএম জাহাঙ্গীর হাসাইন, ব্রঙ্কস বিএনপি আহবায়ক লিয়াকত আলী, এডভোকেট আতিকুর রহমান সাবু, সুলতান মাহমুদ সিদ্দিকি, জালালাবাদ এসোসিয়েশন নিউজার্সীর সাধারণ সম্পাদক পারেক চৌধুরী, মৌলভীবাজার ইউনাইটেড এসোসিয়েশন সভাপতি গোলাম ইস্পাহানী চৌধুরী মাছুম, ফেঞ্চুগন্জ অর্গেনাইজেশন সাধারণ সম্পাদক হোসেন আহমদ, কুলাঊড়া সমিতি নিউজার্সির সভাপতি সুলেমান চৌধুরী ও ভাটেরাবাজার সমিতির সভাপতি রাজা মিয়া তালুকদার, বিএনপি নেতা চৌধুরী মুমিত তানিম, বিএনপি নেতা তাজুল ইসলাম শাহিন।

সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আহবাব চৌধুরী বলেন বাংলাদেশে দীর্ঘ ১৬ বছর দুর্শাসনের বিরুদ্ধে যারা লড়াই করেছেন ছুফি চৌধুরী তাদের মধ্যে অন্যতম। দেশের মানুষ দীর্ঘ সংগ্রাম ও রক্তের সিড়ি বেয়ে স্বাধীণতা সুফল ভোগ করার সুযোগ পেয়েছে। শহিদের এই আত্নত্যাগ যেন বৃথা না যায় সেজন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে উদ্যোগ নিতে হবে। সিলেটের কৃতি সন্তান ইলিয়াস আলী গুমের রহস্য উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্থি দাবী জানান তিনি। সংবর্ধিত অতিথি ছুফি চৌধুরী তাঁকে সংবর্ধিত করায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন শহিদ রত্ত গঙ্গা বেয়ে দেশে দেশের মানুষ বাক স্বাধীণতা ফিরে পেলেও ভোটীধিকার এখনও ফিরে পায়নি। এই অধিকার ফিরে না পাওয়া অবদি সাধারণ মানুষের লডাই সংগ্রাম চলবে । সভায় সিটি অব পেটারসনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে প্লেক এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Mahfuzur Rahman

Publisher & Editor