বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

কার সঙ্গে প্রেম করছেন তারা

প্রকাশিত: ০২:২৬, ১৪ এপ্রিল ২০২৫ | ১৬

‘ইন্ডিয়ান আইডল ১৫’-এর একটি মুহূর্ত এখন সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যতম চর্চার কারণ। র‍্যাপার বাদশাহ ও অভিনেত্রী তারা সুতারিয়া—এই দুই তারকার মধ্যে কি জমে উঠছে নতুন কোনো সম্পর্কের গল্প? নেট–দুনিয়া এখন পুরো ‘সত্যান্বেষী’। সমাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছোট্ট ভিডিও ক্লিপে যা ইঙ্গিত মিলছে, তাতে নেটিজেনরা ধরেই নিচ্ছেন, বাদশাহর মনে এখন স্রেফ তারা! খবর হিন্দুস্তান টাইমসের

ঘটনা ঘটেছে শোর সাম্প্রতিক একটি পর্বে, যেখানে বিচারক শিল্পা শেঠি মজার ছলে বাদশাহর উদ্দেশে একটি ‘বোমা’ নিক্ষেপ করেন!

তিনি বলেন, ‘বাদশা, শুনেছি আজকাল দিনেও নাকি আপনি তারা দেখছেন? আমি একটা গান উৎসর্গ করছি আপনাকে, “টন টনা টন টন তারা...চলতি হ্যায় ক্যা নও সে বারা?”’

শিল্পার খোঁচায় একলহমায় লজ্জায় লাল হয়ে যান বাদশাহ, নিজের হকচকিত চেহারা লুকাতে পারেননি তিনি। মিকা সিং প্রথমে কিছু বুঝতে না পারলেও, শ্রেয়া ঘোষাল আর বিশাল দাদলানি ঠিক বুঝে যান—গল্পটা ঘুরছে বাদশাহ ও তারা সুতারিয়ার চারপাশে।

এই ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে। সমাজিক যোগাযোগমাধ্যমে এক নেটিজেন লিখেছেন, ‘তারা যদি রাজি থাকেন, তাহলে কেন নয়?’ আরেকজন বলেছেন, ‘আহ! সবই রিয়েলিটি শোর নাটক।’ কেউ আবার খোঁচা দিয়ে লেখেন, ‘স্ক্রিপ্টেড না হলে এরা শ্বাসপ্রশ্বাসও নেয় না!’

তবে সত্যিই কি কেমিস্ট্রি তৈরি হচ্ছে? নাকি এ সবই শোর ভাইরাল ফর্মুলা? এ বিষয়ে অবশ্য তারা বা বাদশাহ, কেউই মুখ খোলেননি। এই মুহূর্তে তারা সুতারিয়া সিঙ্গেল। ২০২৩ সালে আদার জৈনর সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যায়। আদার পর বিয়ে করেন তাঁর শৈশববন্ধু আলেখা আদভানিকে।

Mahfuzur Rahman

Publisher & Editor