স্বাধীনতা এসেছে একতারা হাতে
বাউলের সুরে গানে,
ভোরে ফোটা জুঁই মল্লিকা জবা
গোলাপের কানে কানে।
স্বাধীনতা এসেছে চাষাদের বুকে
আশার মেলেছে ডানা,
পাহাড়ের বুক চিরে লেখা হয়
ঝরনারই ঠিকানা।
দুরন্ত খোকার হাতে সুতো নাটাই
লাল সাদা নীল ঘুড়ি,
স্বাধীনতা এসেছে আকাশে অবাধ
পাখিদের ওড়াউড়ি।
স্বাধীনতা এসেছে ঢেউ স্রোতোধারা
নদী সাগরের জলে,
বুক টান টান ভয়হীন বুকে
সাহসের কথা বলে।
স্বাধীনতা এসেছে শত সংগ্রামের
পেরিয়ে সে পথখানি,
পত পত ওড়ে লাল সবুজের
প্রাণের পতাকাখানি।
Publisher & Editor