নারীদের নিয়ে অনুষ্ঠান উপস্থাপনা করছেন তানিয়া আফরিন। যে অনুষ্ঠানে মূলত নারীদের অধিকার নিয়েই কথা বলা হয়ে থাকে। বিটিভিতে প্রচার হচ্ছে তানিয়ার উপস্থাপনায় ‘নারীদের কথা’ অনুষ্ঠানটি। এছাড়া খুব শিগগির এটিএন বাংলায় প্রচার আসছে তার উপস্থাপনায় ‘অপরাজিতা’ নামের আরও একটি অনুষ্ঠান। দুটি অনুষ্ঠানেই বিভিন্ন পেশাজীবির নারীদের অংশগ্রহন থাকছে।
তানিয়া আফরিন বলেন, ‘আমি শুরু থেকেই নারীদের নিয়ে অনুষ্ঠান করে আসছি। সবাই যেখানে গ্ল্যামারের পিছনে ছুটছে, সেখানে আমি ভিন্ন পথে হাটছি। আমি নারীদের বিভিন্ন অধিকার নিয়ে কথা বলতে পছন্দ করি। আমার সব কটি অনুষ্ঠানেই নারীদের অধিকার প্রাধন্য পেয়েছে। আমাদের সমাজে ও আশেপাশে এখনো নারীরা নানা রকম বৈষম্যের শিকার হচ্ছে। এ বিষয়গুলো আমি সব সময় তুলে ধরার চেষ্টা করছি।’
তানিয়া আফরিন ২০১৭ সাল থেকে উপস্থাপনা শুরু করেছেন। সে সময় বিজয় টিভিতে প্রথমবারের মতো ‘নারী সফলতা’ অনুষ্ঠানটি করে বেশ প্রশংসা কুড়ান। বিটিভিতে নারীদের নিয়ে ৫০% অনুষ্ঠানটিও তার প্রশংসিত হয়েছে।
উপস্থাপনার পাশাপাশি তানিয়া বর্তমানে দীপ্ত টিভিতে সংবাদ পাঠিকা হিসেবে আছে। এর আগে বিজয় টিভি ও গাজী টিভিতেও সংবাদ পাঠিকা হিসেবে তিনি দীর্ঘদিন ছিলেন।
Publisher & Editor