বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

আগাম নির্বাচনের ডাক

প্রকাশিত: ০১:৫২, ২৪ মার্চ ২০২৫ | ৪২

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আগামী ২৮ এপ্রিল দেশে আগাম নির্বাচনের ডাক দিয়েছেন। এ মাসের শুরুতে ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর মার্ক কার্নি জাস্টিন ট্রুডোর কাছ থেকে লিবারেল পার্টির প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

এমন এক সময়ে কার্নি কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেশটির বাণিজ্যযুদ্ধ শুরু হয়েছে। ট্রাম্প বলেছেন, তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করতে চান।

কানাডার আগাম নির্বাচনের ঘোষণা আসায় দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো এখন পুরোদমে প্রচার শুরু করবে। নির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী কার্নির বিরুদ্ধে কনজারভেটিভদের নেতা পিয়েরে পয়িলিভের, নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জাগমিত সিং ও ব্লক কুইবেকোইসের নেতা ইয়ভেস-ফ্রাঁসোয়া ব্লাঞ্চেট প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আগাম নির্বাচন প্রসঙ্গে কার্নি বলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোকাবিলা করার জন্য এবং সবার জন্য উপকারী অর্থনীতি তৈরি করতে তাঁর একটি স্পষ্ট, ইতিবাচক জনরায় প্রয়োজন।

Mahfuzur Rahman

Publisher & Editor