শনিবার, ৩০ আগস্ট ২০২৫

শিল্পী নাজমুন নাহারের পাচঁ দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী শুরু

প্রকাশিত: ০৫:২০, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১০২

শিল্পী নাজমুন নাহার রহমানের পাঁচ দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে। আগামীকাল শনিবার (০৮ ফেব্রুয়ারি) ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে এ চিত্র প্রদর্শনী শুরু হবে।

প্রদর্শনীতে বিশিষ্ট অতিথি থাকবেন চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারাক আলভী ও শিল্পী প্রফেসর মোস্তাফিজুল হক এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চিত্র সমালোচক আইয়ুব ভূঁইয়া।
জানা গেছে, শনিবার বিকেল ৫টায় প্রদর্শনীর উদ্বোধন করা হবে। এরপর থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

নাজমুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি দেশে এবং বিদেশে বহু গ্রুপ প্রদর্শনী, আর্ট ক্যাম্প এবং ওয়ার্কশপে অংশ নিয়েছেন। এবার প্রথম তার একক চিত্র প্রদর্শনী হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, ভারত ও নেপালে শিল্পকর্ম নিয়ে গ্রুপ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এর মধ্যে ফ্রান্স, ভারত ও নেপাল থেকে বিভিন্ন পুরস্কার লাভ করেন তিনি।

Mahfuzur Rahman

Publisher & Editor