বাঘ মামা হলেন গিয়ে
গভীর বনের রাজা
জানত সবাই মামার শরীর
ভীষণ রকম তাজা।
কিন্তু সেদিন মামা গেলেন
একটু দূরে ঘুরতে,
গেলেন তিনি গহিন বনে
দেরি হবে ফিরতে।
মামার পিঠে ছিল পাখি
মেলিয়ে দিল ডানা,
মামা রেগে উঠল বলে
করছি কিন্তু মানা।
ঝোপের মাঝে লুকিয়ে ছিল
আরো কতক পাখি,
বেড়িয়ে এলো সবাই তারা
করল চেঁচামেচি।
লুকিয়ে ছিল ফড়িং ভাইয়া
লুকিয়ে ছিল মাছি,
দুজন মিলে বলল,
মামা বন্ধু হব রাজি?
মামা বলেন অবশেষে
বন্ধু হব বটে,
পিছু নিস না, যাচ্ছি এখন
আমি বনভ্রমণে।
Publisher & Editor