বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

ত্বকের খসখসে ভাব দূর করবে যে মিশ্রণ

প্রকাশিত: ২৩:০৪, ২৮ নভেম্বর ২০২৪ | ২২

অমসৃণ কোনো কিছুই দেখতে সুন্দর লাগে না। সবাই চায় মসৃণ ত্বক পেতে। ব্রণসহ নানা কারণেই আমাদের ত্বক হতে পারে অমসৃণ। প্রতিদিন কাজের জন্য বাইরে বের হতেই হয়।

আর বাইরে বের হলেই ত্বকে ধুলোবালির কারণে ত্বক প্রাণহীন হয়ে পড়ে৷ ত্বকের এই অমসৃণ ভাব দূর করার জন্য অনেকেই অনেক রকম ট্রিটমেন্টও নিয়ে থাকেন। তবে তা অনেকসময় ত্বকের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই ঘরে বসেই আপনি তৈরি করতে পারেন ত্বক মসৃণ করার প্যাক। যাতে আপনার ত্বক থাকবে সুরক্ষিতও৷

মাত্র ৩টি উপাদানে তৈরি এই প্রাকৃতিক ঘরোয়া মাস্কটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি সব ধরনের ত্বকের জন্য উপযোগী।

এতে থাকে মধু, বেকিং সোডা ও অলিভ অয়েল। মধু ত্বকের ব্যাকটেরিয়া ও লোমকূপের ভাঁজ দূর করে ত্বককে করে তোলে প্রাণবন্ত, সতেজ এবং ত্বকের ইলাস্টিসিটি বৃদ্ধি করে। অন্যদিকে বেকিং সোডা হচ্ছে প্রাকৃতিক এক্সফোলিয়েট এজেন্ট, যা ত্বকের প্রদাহ দূর করে এবং রক্তের সঞ্চালন বাড়ায়।
উপকরণ

১ টেবিল চামচ বেকিং সোডা
আধা চামচ মধু
১ চা চামচ অলিভ অয়েল

পদ্ধতি

একটি পাত্রে সবগুলো উপাদান একসঙ্গে নিয়ে ভালো করে মেশাতে হবে যতক্ষণ না ভালো একটি পেস্ট তৈরি হয়।

মুখ ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর মাস্কটি লাগাতে হবে পুরো মুখে। এভাবে ১০ মিনিট রেখে দিতে হব। তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এবার আপনার ত্বক অনুযায়ী হালকা ক্রিম লাগাতে পারেন।

উজ্জ্বল, মসৃণ ও সুন্দর ত্বক পেতে সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor