বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

আমি কী ভুল করেছি—সমালোচকদের প্রশ্ন পৃথ্বীর

প্রকাশিত: ২২:৪৫, ২৮ নভেম্বর ২০২৪ | ১২

বয়স ২৫ বছর ২০ দিন। এই বয়সে কত কীই-না দেখলেন পৃথ্বী শ! জাতীয় দলে দুর্দান্ত অভিষেক, আইপিএল চুক্তি সবই ছিল। আর এখন?
জাতীয় দল থেকে বাদ পড়েছেন তো আগেই, এবার আইপিএলে জায়গা পাননি। এর জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন ট্রলের চরিত্র। আর সেটার মাত্রা এখন এতটাই বেড়েছে যে পৃথ্বী শ অসহায়ের মতো প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘আমার কী ভুল?’

পৃথ্বী শ নিজের ভুল খুঁজে পাচ্ছেন না। তবে ভক্ত-সমর্থকেরা পাচ্ছেন। সেটা অবশ্য প্রত্যাশার জায়গা থেকে। কারণ, একসময় এই পৃথ্বীকেই মনে করা হতো ভারতীয় ক্রিকেটের পরবর্তী শচীন টেন্ডুলকার। সেই প্রত্যাশা মেটাতে না পারা পৃথ্বীর জীবন এতটাই কঠিন হয়ে গেছে যে তাঁকে যেখানেই সমর্থকেরা দেখছেন, অনুশীলনের কথা মনে করিয়ে দিচ্ছেন। সবাই ধরেই নিয়েছেন, তিনি ঠিকভাবে অনুশীলন করছেন না।

মানুষ যদি আমাকে নিয়ে মিম বানায়, তা আমিও দেখি। আমার মাঝেমধ্যে খারাপ লাগে। শুধু সাধারণ মানুষ নয়, আইপিএলের দলগুলোও সেটাই মনে করছে। যুবদলে যাঁদের সঙ্গে খেলেছেন, সেই শুবমান গিলরা এখন আয় করেন কোটি কোটি রুপি। সেখানে মাত্র ৭৫ লাখ ভিত্তিমূল্য দেওয়ার পরও তাঁর দিকে কেউ চোখ দেয় না। এর আগে ফিটনেস সমস্যায় বাদ পড়েছেন মুম্বাইয়ের রঞ্জি ট্রফির দল থেকেও।

আইপিএলে দল না পাওয়ার পর পৃথ্বীর একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেখানে এই ওপেনারকে অনেকটা অসহায় কণ্ঠেই কথা বলতে দেখা গেছে। নিয়মিত ট্রলের শিকার হওয়া নিয়ে মুখ খুলেছেন এই ক্রিকেটার, ‘মানুষ যদি আমাকে নিয়ে মিম বানায়, তা আমিও দেখি। আমার মাঝেমধ্যে খারাপ লাগে। অনেক সময় মনে হয়, এটা ঠিক হয়নি, তার এভাবে বলা ঠিক হয়নি। যখনই আমাকে সবার সামনে দেখে, মানুষ আমাকে বলতে শুরু করে পৃথ্বী কী করছে, তার অনুশীলন করা উচিত। আর আমি ভাবছিলাম, আজ তো আমার জন্মদিন। আমি ভাবছিলাম, আমি কী ভুল করেছিলাম।’

আইপিএলে পৃথ্বী কম সুযোগ পাননি। ম্যাচ খেলেছেন ৭৯টি, তাতে ২৩ গড়ে রানসংখ্যা ১৮৯২। নিজেকে প্রমাণের জন্য ৭৯টি ম্যাচ যথেষ্টই হওয়ার কথা।

ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফও সেই কথা বলছেন, ‘এমন অনেক ক্রিকেটার আছে, যারা এত সুযোগ পায় না। কিন্তু ও অনেক সুযোগ পেয়েছে। আইপিএলের কোনো দল তাঁকে কেনেনি, এটা লজ্জাজনক। মাত্র ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যেও কেউ ডাকেনি। এখন তার মূল জায়গায় ফিরতে হবে, ঘরোয়া ক্রিকেটে রান করে নির্বাচিত হতে হবে। সরফরাজ খান এর বড় উদাহরণ।’ সরফরাজ ঘরোয়া ক্রিকেটে রান করে টেস্ট দলে জায়গা পেয়েছেন। অবশ্য আইপিএলে তাঁকেও কোনো দল কেনেননি।

ঘরোয়া ক্রিকেটেও রান পাচ্ছেন না পৃথ্বী। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সর্বশেষ ম্যাচে আউট হয়েছেন ০ রানে।

Mahfuzur Rahman

Publisher & Editor