গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনের মন বিনিময় সভা করেছেন ক্যালিফোর্নিয়া বিএনপির নেতৃবৃন্দ। লস এঞ্জেলেসে ১৯ নভেম্বর সন্ধ্যায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান।
সভায় ফজলুল হক মিলন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘বিগত ১৬ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলন যা বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম, গুম-খুন নির্যাতন সহ্য করে চালিয়ে আসছিল, তার একটি সফল পরিণতি টেনেছে এই বৈষম্য বিরোধী আন্দোলন।’
তিনি উপদেষ্টাদের প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘আপনারা গণতন্ত্রের রক্ষার জন্য এসেছেন, আমরা আপনাদের কাছে আমানত রেখেছি, লক্ষ্য রাখবেন যাতে আমানতের খেয়ানত না হয়।’
বিগত ১৬ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রবাসীরা নিজ নিজ এলাকার নেতা-কর্মীদের যেভাবে আর্থিক সাহায্য-সহযোগিতা করেছেন, তার জন্য তিনি দলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান। ফজলুল হক মিলন আরো বলেন, ‘স্বৈরাচারী হাসিনা সরকার এমন দুর্নীতি করেছে যে, বাসার কাজের লোকও ৪০০ কোটি টাকার মালিক হয়ে হেলিকপ্টারে চলাফেরা করছে।’
সভায় বক্তব্য দেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, মো. আব্দুল বাসিত, শামসুজ্জোহা বাবলু, সাবেক সাধারণ সম্পাদক ডাবলু আমিন ও নিয়াজ মোহাইমেন, সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান শাহীন, সাবেক সিনিয়র সহ সভাপতি মোরশেদুল ইসলাম, সহসভাপতি সাইফুল আনসারী চপল, আফজাল হোসেন শিকদার, মার্শাল হক, অপু সাজ্জাদ, শওকত হোসেন আনজিন, হাসনাত খন্দকার, মো. শাহাদাত হোসেন শাহীন, যুগ্ম সম্পাদক ফারুক হাওলাদার, বদরুল আলম চৌধুরী, ইলিয়াস মিয়া, লায়েক আহমেদ, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, রফিকুজ্জামান জুয়েল, কামাল হোসেন তরুণ, মহিলা সম্পাদিকা শামসুন খান লাকী, খোরশেদ আলম রতন, ওমর ফারুক টিটু, মহিউদ্দিন বাবর, জন মোহন, ক্যালিফোর্নিয়া বিএনপির উপদেষ্টা খন্দকার আলম, জিয়াউর রহমান জিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান।
Publisher & Editor