মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

জাতিসংঘে ভোটের জেরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

প্রকাশিত: ২৩:৫৩, ৩০ অক্টোবর ২০২৪ | ১১

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ডায়ানা মন্ডিনোকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। কিউবার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে জাতিসংঘে ভোট দেওয়ার পর তাকে বরখাস্ত করা হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘে কিউবার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ভোট দেওয়ার পর বুধবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই পররাষ্ট্রমন্ত্রী ডায়ানা মন্ডিনোকে বরখাস্ত করেছেন।

রয়টার্স বলছে, ২০২৩ সালের শেষের দিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করা জাভিয়ের মিলেই নিঃসন্দেহে একজন যুক্তরাষ্ট্রপন্থি নেতা এবং ক্ষমতায় আসার পর থেকে কিউবা ও ভেনিজুয়েলার কাছ থেকে আর্জেন্টিনাকে দূরে রাখার পদক্ষেপ নেওয়াসহ এই অঞ্চলে এবং বিদেশে বামপন্থি বাণিজ্য অংশীদারদের প্রতিও শীতল অবস্থান নিয়েছেন।

এর আগে বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটিতে যুক্তরাষ্ট্রকে কিউবার ওপর কয়েক দশক ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞার অবসানের আহ্বান জানানো হয়। মূলত সাধারণ পরিষদের এই ভোটাভুটিতে যে ১৮৭টি দেশ মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে ভোট দিয়েছে তাদের মধ্যে আর্জেন্টিনাও রয়েছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই প্রস্তাবের বিরোধিতা করে ভোট দিয়েছে।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডায়ানা মন্ডিনোকে বরখাস্ত করার পর নতুন পররাষ্ট্রমন্ত্রী কে হবেন সেটিও ঠিক করে ফেলেছে দক্ষিণ আমেরিকার এই দেশটি। প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইয়ের মুখপাত্র ম্যানুয়েল অ্যাডর্নি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা জেরার্ডো ওয়ারথেইন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মন্ডিনোর স্থলাভিষিক্ত হবেন।

রয়টার্স বলছে, ২০২৩ সালের শেষের দিকে ক্ষমতায় আসার পর মিলেইয়ের প্রথম নিশ্চিত হওয়া মন্ত্রিসভার সদস্যদের একজন ছিলেন মন্ডিনো।
ব্রাজিল এবং চীনের মতো দেশ সম্পর্কে প্রেসিডেন্ট মিলেইয়ের উস্কানিমূলক বিভিন্ন মন্তব্য সত্ত্বেও আন্তর্জাতিক অংশীদারদের সাথে কূটনৈতিক সম্পর্ক মসৃণ রাখতে মন্ডিনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

Mahfuzur Rahman

Publisher & Editor