মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

প্রেমিকাকে বিয়ে করলেন অভিনেত্রী রেবেল

প্রকাশিত: ০৩:৩২, ০২ অক্টোবর ২০২৪ | ৭৮

হলিউড অভিনেত্রী রেবেল উইলসন। ৪৪ বছর বয়সি এ কমেডিয়ান অভিনেত্রী প্রেমিকাকে বিয়ে করলেন। গত ২৮ সেপ্টেম্বর ইতালিতে ৪০ বছর বয়সি রামোনা আগ্রুমার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রেবেল।

ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে অভিনেত্রী নিজেই তার বিয়ের খবর জানিয়েছেন । ছবিতে দেখা যায়, সাদা রঙের গাউনে সেজেছেন রেবেল-রামোনা। ক্যাপশনে রেবেল লেখেন, ‘বিবাহিত। সারদিনিয়া ২৮.০৯.২৪।’ 

এর আগে ২০২২ সালের জুন মাসে রামোনা আগ্রুমার সঙ্গে সম্পর্কে রয়েছে বলে জানান রেবেল। তখনও ইনস্টাগ্রামে দুজনের ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘আমি ভেবেছিলাম, আমি একজন ডিজনি প্রিন্সেসকে খুঁজছি। সম্ভবত, এই সময়ে আমার প্রয়োজন ছিল ডিজনি প্রিন্সেসের।’

সে বছরেই দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া সাক্ষাৎকারে রেবেল জানান, পর্দায় অভিনেত্রী শার্লট গিন্সবার্গের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেন রেবেল। এ কাজ করতে গিয়েই রামোনার সঙ্গে তার পরিচয় হয়।

‘ইজ নট ইট রোমান্টিক’খ্যাত অভিনেত্রী রেবেল আরও বলেন, ‘শার্লটের সঙ্গে যদি কাজের অভিজ্ঞতা না হতো, তবে হয়ত আমাদের কখনো দেখাই হতো না। এই কাজের অভিজ্ঞতা আমার প্রেম জীবন বদলে দিয়েছে।’

উল্লেখ্য, ২০১২ সালে সহঅভিনেতা ম্যাট লুকাসের সঙ্গে সম্পর্কে ছিলেন রেবেল। তারা ৩ বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন। পরে টেনিস তারকা ম্যাট রিডের সঙ্গে সম্পর্কেও জড়ান এ অভিনেত্রী। এরপর জ্যাকব বুচের সঙ্গেও সম্পর্কে জড়িয়েও আবার ২০২১ সালে ভেঙেও যায়। নানা সম্পর্কের টানাপড়েনের পর এবার রামোনার প্রেমে পড়েন ‘গোস্ট রাইডার’খ্যাত এই অভিনেত্রী। ২০২৩ সালে বাগদান সারেন এ জুটি। সবশেষে এ প্রেমকেই পরিণয়ে রূপ দিলেন তারা।

Mahfuzur Rahman

Publisher & Editor