রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

রোনালদোর ৯০৪ নম্বর গোলটি বাবার জন্য

প্রকাশিত: ০৪:১৪, ০১ অক্টোবর ২০২৪ | ১৪

উয়েফা চ্যাম্পিয়নস লিগের মতো কাঠামোয় পরিবর্তন এসেছে এএফসি চ্যাম্পিয়নস লিগেও। শুধু কাঠামোই নয়, টুর্নামেন্টের নামও বদলে গেছে আংশিক। এএফসি চ্যাম্পিয়নস লিগের নাম এখন এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট। বদলে যাওয়া সেই ‘এলিট’ টুর্নামেন্টে কাল নিজের প্রথম গোলটি পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জিতেছে তাঁর দল আল নাসরও। কাতারের আল রাইয়ানকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। দলের দ্বিতীয় গোলটি করার পর সেটি প্রয়াত বাবাকে উৎসর্গ করেছেন পর্তুগিজ মহাতারকা।

রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে কাল আল নাসরের হয়ে প্রথম গোলটি করেছেন সেনেগাল তারকা সাদিও মানে। প্রথমার্ধের যোগ করা সময়ে সুলতান আল গান্নানের দারুণ এক ক্রসে হেডে গোলটি করেন লিভারপুল ও বায়ার্নের এই সাবেক খেলোয়াড়।

বদলে যাওয়া এএফসি চ্যাম্পিয়নস লিগে আল নাসরের প্রথম ম্যাচটি খেলেননি ভাইরাল ইনফেকশনে ভোগা রোনালদো। সেই ম্যাচটি ইরাকের আল শর্তার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আল নাসর। কাল ‘এলিট’ চ্যাম্পিয়নস লিগে প্রথম খেলতে নামা রোনালদো দ্বিতীয়ার্ধের শুরুতেই একবার আল রাইয়ানের জালে বল পাঠিয়েছিলেন। অফসাইডের কারণে বাতিল হয় সেটি।

পাঁচবার উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ী রোনালদো ‘এলিট’ চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোলটি পেয়ে যান ৭৬ মিনিটে। আবদুলরহমান গারিবের পাস থেকে বাঁ পায়ের বাঁকানো শটে গোলটি করেছেন সিআরসেভেন। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে করা ক্যারিয়ারে ৯০৪তম গোলের পর দুহাত আকাশের দিকে তুলে প্রয়াত বাবাকে স্মরণ করেন রোনালদো।

বেঁচে থাকলে কাল ৭১তম জন্মদিন পালন করতেন রোনালদোর বাবা। ম্যাচ শেষে রোনালদো নিজেই জানিয়েছেন সেটি, ‘আজকের গোলটার অন্যরকম মানে আছে। বাবা বেঁচে থাকলে কী দারুণ ব্যাপারই না হতো, আজ তাঁর জন্মদিন।’

৮৭ মিনিটে ব্রাজিলিয়ান খেলোয়াড় রজার গেদেসের গোলে ব্যবধান কমায় আল রাইয়ান। এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট পেল আল নাসর। রোনালদোদের জয়ের দিনে টানা দ্বিতীয় জয় পেয়েছে আরেক সৌদি ক্লাব আল আহলি। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের লিগ চ্যাম্পিয়ন আল ওয়াসিকে ২-০ গোলে হারিয়েছে দলটি। আলজেরিয়ান তারকা রিয়াদ মাহরেজ ও ব্রাজিলের রজার ইবানিয়েজ করেছেন গোল দুটি।

Mahfuzur Rahman

Publisher & Editor