রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

কোথাও নদীর তীরে

প্রকাশিত: ০৩:১৮, ২৪ মার্চ ২০২৪ | ২৯

বসে আছে

এক অন্ধ কবি—

তার নাম

কেউ বলে গঙ্গাবতী

কেউ বলে মন্দাকিনী

আর কেউ বলে পদ্মাবতী :

আমি বলি, নদীনাগ:

বুকে

আগুনের মাছি

হাতে ধরা

রক্ত দিয়ে 

তৈরি করা

জলের সানাই।

এ সানাই

নিরন্তর

যে বাজায়

তাকে

সবখানে দেখা যায়

আবার যায় না দেখা—কেন?

Mahfuzur Rahman

Publisher & Editor