৪৭ বছর বয়সেই বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। বুধবার (২৯ নভেম্বর) মণিপুরে ঐতিহ্যবাহী মণিপুরী রীতি মেনে লিন লাইশরামকে বিয়ে করলেন তিনি। তবে বিয়ের আগে হবু স্ত্রীর কাছে কী আবদার করেছিলেন অভিনেতা?
রণদীপ হুদা চেয়েছিলেন মণিপুরের মেইতেই সম্প্রদায়ের রীতি মেনেই হবে বিয়ের অনুষ্ঠান।
তিনি বলেন, ‘আমার মনে হয় কনের সংস্কৃতি-ঐতিহ্যকে সম্মান জানানো আমার কর্তব্য। আমি চাই মেইতেই মতে বিয়ে করার জন্য। আমার যাতে কোনো ভুল না হয়, সেই ব্যাপারে সতর্ক থাকব। ’
পাশাপাশি লিনের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রণদীপ বলেন, ‘আমি চাই আমাদের ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয়। অনেক সন্তানে যাতে সংসার ভরে থাকে। প্রাচুর্য থাকে। মণিপুরে শান্তি ফিরুক, আমাদের বিবাহিত জীবন শান্তিপূর্ণ হোক।’
বার বার বাঙালি অভিনেত্রীদের সঙ্গে নাম জড়িয়েছে রণদীপের। কখনও সুস্মিতা সেন, কখনও আবার নন্দনা সেনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে অভিনেতার। তবে সবার গুঞ্জনকে শেষ করে দিলেন লাইশরামকে বিয়ের মাধ্যমে।
Publisher & Editor