মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

হাঁসের ঝাল মাংস রান্নার রেসিপি

প্রকাশিত: ০২:৪৫, ২০ নভেম্বর ২০২৩ | ১২৮

শীতের মৌসুমে হাঁসের মাংস বেশি খাওয়া হয়। নতুন চালের গুঁড়া দিয়ে রুটি তৈরি করে হাঁসের মাংস দিয়ে খাওয়ার প্রচলন রয়েছে আমাদের দেশে। সুস্বাদু এই মাংস দিয়ে অনেক রকম পদ রান্না করা যায়। তবে যারা সহজ ও সাধারণ রেসিপি বেশি পছন্দ করেন, তাদের জন্য সহজ একটি পদ হতে পারে হাঁসের ঝাল মাংস। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

হাঁস- ১টি

পেঁয়াজ কুচি- ২ কাপ

আদা বাটা- ১ টেবিল চামচ

রসুন বাটা- ২ চা চামচ

মরিচের গুঁড়া- ২ চা চামচ

এলাচ- ৪টি

দারুচিনি- ৩ টুকরা

কাঁচা মরিচ- ৬টি

আস্ত শুকনো মরিচ- ৩টি

তেল- আধা কাপ

জিরা গুঁড়া- ১ চা চামচ

লবণ- ২ চা চামচ

জায়ফল গুঁড়া- এক চিমটি।

যেভাবে তৈরি করবেন

পেঁয়াজ তেলে বাদামি করে ভেজে সব মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। পানি শুকিয়ে এলে অল্প পানি দিয়ে আরও কিছুক্ষণ কষান। এরপর সেই মসলায় মাংস ও লবণ দিন। মৃদু আঁচে মাংস ভালোমতো কষিয়ে নিন। তেল উপরে উঠে এলে মাংসে গরম পানি দিন। মাংস সেদ্ধ হয়ে ঝোল মাখা মাখা হলে কাঁচা মরিচ ও জিরাগুঁড়া দিয়ে কিছুক্ষণ রেখে দিন। গরম ভাত, পোলাও, রুটি বা পরোটা দিয়ে পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor