রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

ফাইনালে মেসি ম্যাজিকে এমএলএস কাপের চ্যাম্পিয়ন মায়ামি

প্রকাশিত: ০২:২০, ০৭ ডিসেম্বর ২০২৫ | ১০

ইন্টার মায়ামিতে যোগ দিয়ে প্রথম মৌসুমেই দলকে লিগস কাপের শিরোপা এনে দেন লিওনেল মেসি। এরপর জয় করেন সাপোর্টার্স শিল্ড। এবার মেসির অর্জনের খাতায় আরেকটি শিরোপা যোগ হলো। মায়ামিকে এমএলএস কাপের শিরোপা জিতিয়েছেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। পেশাদার ক্যারিয়ারে এটা মেসির ৪৭তম শিরোপা।

শনিবার (৭ ডিসেম্বর) চেজ স্টেডিয়ামে ফাইনালে ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে ৩–১ ব্যবধানে হারিয়ে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো মায়ামি জিতল এমএলএস কাপ। গোল না পেলেও ফাইনালের নায়ক ছিলেন লিওনেল মেসি। জোড়া অ্যাসিস্ট করেছেন তিনি।

ম্যাচের শুরুতে মাত্র আট মিনিটেই মধ্যমাঠে বল পেয়ে দুই ডিফেন্ডারকে পাশ কাটিয়ে মেসি একটি নিখুঁত চিপ পাস বাড়ান তাদেও আলেন্দের দিকে। ডান দিক দিয়ে ঢুকে আলেন্দে ক্রস করেন, যা ভুলবশত নিজেদের জালেই পাঠিয়ে বসেন এডিয়ার ওকাম্পো। সেই অদ্ভুত আত্মঘাতী গোলেই ম্যাচে এগিয়ে যায় মায়ামি।

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে সমতায় ফেরে ভ্যানকুভার হোয়াইটক্যাপস। ব্রায়ান হোয়াইটের দারুণ সহায়তায় আলি আহমেদের গোল ভ্যানকুভারকে ম্যাচে ফিরিয়ে আনে। 

এরপর ম্যাচের ৭১ মিনিটে প্রতিপক্ষের টার্নওভার থেকে বল কাড়েন মেসি এবং নিখুঁত পাসে আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পলকে দিয়ে গোল করান।

ম্যাচের যোগ করা সময়ের ৯৬তম মিনিটে আবারও মেসির বাঁ পায়ের জাদু। একটি অসাধারণ থ্রু-পাসে আলেন্দেকে গোলের সুযোগ করে দেন। নিচু শটে ফিনিশিং করে আলেন্দে নিশ্চিত করেন মায়ামির শিরোপা। এটিই ছিল অডি এমএলএস কাপে তার রেকর্ড নবম গোল।

Mahfuzur Rahman

Publisher & Editor